যা কিছু প্রাকৃতিক তাই শিল্প,
আর যা কিছু সুন্দর তাই প্রাকৃতিক।
রংধনুর সাত রঙ্গে যেমন শিল্পের ছোঁয়া রয়েছে,
কায়ক্লিষঠ কাদায় আবৃত মেদহীন শরীরেও রয়েছে তাই।
ঘম্রাক্ত শরীরে অবিরত খাটুনী দিনশেষে শ্রান্ত হয় সূর্যের ন্যায়,
হেলে পড়ে বিছানায়।
প্রকৃতি মাঝেও রয়েছে চঞ্চলতা যেমন রয়েছে কৃষকের শরীরে,
মজুরের মন ভাঙ্গে গড়ে আষাঢ়ে শ্রাবণে!
সপ্নবাজ শ্রমিকেরা নিয়তির পাথর ভেঙ্গে করে চুরমার,
আঘাত করে অদৃষ্টের কপাটে।
শ্রমিক, মজুর, কৃষক ভাই তোরাই আসল শিল্পী,
শিল্পের কি ভাব বুঝিরে আমিই আধম নস্যি।।
তারিখঃ ২৬-১০-২০০৯
আর যা কিছু সুন্দর তাই প্রাকৃতিক।
রংধনুর সাত রঙ্গে যেমন শিল্পের ছোঁয়া রয়েছে,
কায়ক্লিষঠ কাদায় আবৃত মেদহীন শরীরেও রয়েছে তাই।
ঘম্রাক্ত শরীরে অবিরত খাটুনী দিনশেষে শ্রান্ত হয় সূর্যের ন্যায়,
হেলে পড়ে বিছানায়।
প্রকৃতি মাঝেও রয়েছে চঞ্চলতা যেমন রয়েছে কৃষকের শরীরে,
মজুরের মন ভাঙ্গে গড়ে আষাঢ়ে শ্রাবণে!
সপ্নবাজ শ্রমিকেরা নিয়তির পাথর ভেঙ্গে করে চুরমার,
আঘাত করে অদৃষ্টের কপাটে।
শ্রমিক, মজুর, কৃষক ভাই তোরাই আসল শিল্পী,
শিল্পের কি ভাব বুঝিরে আমিই আধম নস্যি।।
তারিখঃ ২৬-১০-২০০৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন