এভাবেই যদি যায় বেকার জীবন যাক না
তাতে দোষের কি?
সব হারিয়েও যদি চোখের জল না ফুরায়
তবে ক্ষতি কি?
রিক্ত হাতে শূন্যে তাকিয়ে গালমন্দ ওপরালাকে
তাতে প্রার্থনার দোষ কি?
অশুভ সব চিন্তাকে ঝেড়ে ফেলে করি সত্যের পূজা
তাতে শয়তানের সমস্যা কি?
উচ্চাকিত আশা যদি না মিটে
তবে কপালের দোষ কি?
অর্থ যদি অনর্থ হয়
তবে রোজগারের দোষ কি?
শিক্ষিতজন নষ্ট হীন কর্মে
তাতে শিক্ষর দোষ কি?
গনতন্ত্র আজ কপাল ঠুকে করে হায় হায়
তাতে রাজনীতির দোষ কি?
মুখ্য চিন্তা আমিত্ব প্রিয়
তাতে মানুষের দোষ কি?
মৃত্যুতে জেনো সৃষ্টিই শুধু হবে
তাতে ধ্বংসকারীর লাভ কি?
সম্রাজ্জবাদ করে জঙ্গি হামলা
তাতে ধর্মের দোষ কি?
তারিখঃ ২৬-০৪-২০০৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন