লুটে পুটে খা তোরা সব লুটে পুটে খা......
দেশটা বুঝি মুড়ির মোয়া লুটে পুটে খা।
যার যেমনি ইচ্ছে করে কামড়িয়ে খাস একটু করে!
মজা পেয়ে বুনো পিঁপড়ে আছড়ে পড়ে সাড়ম্বরে।
তারপরেতে আসেরে ভাই মক্ষীরা সব ভনভনিয়ে।
দুষ্টু পাখীও ঠোকর মারে আপন সুখে মন রাঙ্গিয়ে।
মুড়ির মালিক ছন্নছাড়া পায়না হদিস এরা কারা?
এই সুযোগে মধু চোষে ভিনদেশি ভোমরারা!!!
তারিখঃ ২৯-০৩-২০০৯
দেশটা বুঝি মুড়ির মোয়া লুটে পুটে খা।
যার যেমনি ইচ্ছে করে কামড়িয়ে খাস একটু করে!
মজা পেয়ে বুনো পিঁপড়ে আছড়ে পড়ে সাড়ম্বরে।
তারপরেতে আসেরে ভাই মক্ষীরা সব ভনভনিয়ে।
দুষ্টু পাখীও ঠোকর মারে আপন সুখে মন রাঙ্গিয়ে।
মুড়ির মালিক ছন্নছাড়া পায়না হদিস এরা কারা?
এই সুযোগে মধু চোষে ভিনদেশি ভোমরারা!!!
তারিখঃ ২৯-০৩-২০০৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন