যতই দেখি ততই ভালো লাগে, এ রুপ মাধুরি কভু দেখিনিতো আগে।
একি হইল আমার, সবখানেতে দেখি শুধু মুখটি তোমার!
কি অপূর্ব, কি লাবণ্য শ্যামল ছায়ায়, দেখেছি তোমায় মায়াবি কোন জোছনায়।
হারিয়েছে মন সে তো মেলেছে ডানা, শপথ করেছে সে, তোমায় ছাড়া নীড়ে আর ফিরিবেনা!
তুমি কি চন্দ্রাবতী?
নাকি শ্যামবর্ণের এলোকেশী?
তুমি এলে কেন বাজে এ মনে মধুর করুণ বাঁশি?
তুমি কি স্বপ্ন?
তুমি কি মায়া?
তবে দেখি কেন বুকের বা পাঁশটাতে কেবল তোমারি ছায়া?
তারিখঃ ২২-০৮-২০০৯
একি হইল আমার, সবখানেতে দেখি শুধু মুখটি তোমার!
কি অপূর্ব, কি লাবণ্য শ্যামল ছায়ায়, দেখেছি তোমায় মায়াবি কোন জোছনায়।
হারিয়েছে মন সে তো মেলেছে ডানা, শপথ করেছে সে, তোমায় ছাড়া নীড়ে আর ফিরিবেনা!
তুমি কি চন্দ্রাবতী?
নাকি শ্যামবর্ণের এলোকেশী?
তুমি এলে কেন বাজে এ মনে মধুর করুণ বাঁশি?
তুমি কি স্বপ্ন?
তুমি কি মায়া?
তবে দেখি কেন বুকের বা পাঁশটাতে কেবল তোমারি ছায়া?
তারিখঃ ২২-০৮-২০০৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন