সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

!!বিবেকের দংশন!!

হাতড়ে ফিরি অন্ধকারে,
                               বিবেক তুমি দাও সাড়া।
যুদ্ধের লাগি যারা জীবন দিল............
                                তাদের খবর আজ নেয় কারা?
দুয়েকটা দিন খুব শোনা যায় সকাল থেকে সন্ধ্যা,
                                 তারপরেতে নাক ডাকি ভাই
 দেইখাও আজ আমরা আন্ধা।


কেউ ঘুরে আজ পথে পথে হাতে নিয়ে থালা ভিক্ষার,
                                  তাই দেখে আজ কারো মনে
জাগেনা এতটুকু ধিক্কার!
                                   কোন শহীদের স্ত্রী হয় আজ
কারো বাসার ঝি-চাকর
                                    তাদেরই বা কেমন বিবেক,
নেয় না তারা এই খবর।


হারিয়ে যায় সত্য মানুষ
                                   সব নকল মানুষের ভিড়ে,
নকল মানুষ সততের সব সম্মান আজ নেয় কেড়ে।

যাদের অবদানে হল স্বাধীন
                                    সুন্দর এই দেশটা,
তাদেরকে আজ অস্বীকার করার কর কেন বৃথা চেষ্টা।

করুণা নয় প্রাপ্য সম্মান
                                  দাও তাদের আজ দিতে হবে
নাহলে যে বঞ্চিত  হব  সুন্দর এই দেশের অধিকার ঠেকে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

আমাদের শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে একটু চিন্তা করুন।

দেশের রাজনীতিবিদদের কাছে একটা অনুরোধ আপনারা আলাপ আলোচনা করে যত সমস্যা আছে তা সমাধান করুন দয়া করে। আপনারা আমাদেরকে আর অনিশ্চয়তার দিকে নিক্ষেপ করবেন না। আমরা প্রতি ৫ বছর অন্তর অন্তর কেন এই অনিশ্চয়তার মুখে পরবো? স্বাধীনতার ৪০ বছর পরও কেন আমাদের একটি অনিশ্চয়তায় রাতের ঘুম হারাম হবে? একটু করে শুধু সাধারন জনগনের কথা চিন্তা করুন। আমারা চিন্তিত নির্বাচনকালীন, নির্বাচন পূর্ব ও পরে কি হবে তা অনুমান করে। আমাদের এই শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে চিন্তা করুন......প্লিজ......

বৃষ্টিময় রজনী

বৃষ্টিময় রজনী তুমি এলে সজনী নিয়ে এলে শুভ্রতা কল্যানে ধরণি চলে গেলে অসময়ে মনো ব্যাথা বুঝনি। বৃষ্টিময় রজনী। তারিখঃ ০৪-০৯-২০১৩