সত্যি করে বলোত শুনি হয়েছে তোমার কি?
মা বকেছে, জ্বর হয়েছে, নাকি হয়েছে সর্দি?
লিখতে আমার ভাল্লাগেনা, পরতেও যে মন চায় না।
তারপরও চোখ রাঙিয়ে বলে সবাই "পড়তে যাও"।
স্কুলেতে টিচার বকে, টিপ্পনী দেয় ছাত্ররা,
আমার মত গাধা ছাত্র, অপদার্থ আরেকটা নাকি হয় না!
তাইতো আমার স্কুলে যেতে ভাল্লাগেনা আর,
স্কুলের নামে বেরিয়ে আমি হই যে পগার পার।
স্কুলের গাছের আম পেড়ে খাই, সাথীদের গাছেও ঢিল মারি,
সালুদের খেজুর রস নিয়ে যাই, আখের ক্ষেতে মোছ করি!
লিপিদের খোঁয়াড়ে মুরগি হাওয়া, রাজুদের গয়ালে নেই গরু।
এসব নিয়ে ছন্নছাড়া কয়েক কিশোরের দিন শুরু!
মায়ের কাছে ওরা সবাই আমার নামে করেছে নালিশ
ভয়ে মোর এখন ওষ্ঠাগত প্রান হবো যে ভীষণ পালিশ। :(
তারিখঃ ২১-১০-২০০৮
মা বকেছে, জ্বর হয়েছে, নাকি হয়েছে সর্দি?
লিখতে আমার ভাল্লাগেনা, পরতেও যে মন চায় না।
তারপরও চোখ রাঙিয়ে বলে সবাই "পড়তে যাও"।
স্কুলেতে টিচার বকে, টিপ্পনী দেয় ছাত্ররা,
আমার মত গাধা ছাত্র, অপদার্থ আরেকটা নাকি হয় না!
তাইতো আমার স্কুলে যেতে ভাল্লাগেনা আর,
স্কুলের নামে বেরিয়ে আমি হই যে পগার পার।
স্কুলের গাছের আম পেড়ে খাই, সাথীদের গাছেও ঢিল মারি,
সালুদের খেজুর রস নিয়ে যাই, আখের ক্ষেতে মোছ করি!
লিপিদের খোঁয়াড়ে মুরগি হাওয়া, রাজুদের গয়ালে নেই গরু।
এসব নিয়ে ছন্নছাড়া কয়েক কিশোরের দিন শুরু!
মায়ের কাছে ওরা সবাই আমার নামে করেছে নালিশ
ভয়ে মোর এখন ওষ্ঠাগত প্রান হবো যে ভীষণ পালিশ। :(
তারিখঃ ২১-১০-২০০৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন