নষ্টা
------
স্নিগ্ধ সুশোভিত সকাল ও সাঁঝে
পুষ্প সুরভীতে খুজি তোমারে।
খুজিতে খুজিতে মোর কাজ হইলো সারা
ভাবিতে ভাবিতে গেলো মোর সারাটি বেলা।
সুন্দরের মাঝে তোমায় পাইনা খুঁজে আর
সুষমারা তোমারই জন্য রুখেছে দুয়ার।
রুখবে কেও দুয়ার তোমার কলঙ্কিতরা
আলঙ্ক্রিত করবে সবই ভিন্ন ধারার।
এরি জন্য তুমি কিগ এসেছিলে ধরায়
অন্ধ সুখের মোহে তুমি সব্বাইকে করেছ পরায়।
------
স্নিগ্ধ সুশোভিত সকাল ও সাঁঝে
পুষ্প সুরভীতে খুজি তোমারে।
খুজিতে খুজিতে মোর কাজ হইলো সারা
ভাবিতে ভাবিতে গেলো মোর সারাটি বেলা।
সুন্দরের মাঝে তোমায় পাইনা খুঁজে আর
সুষমারা তোমারই জন্য রুখেছে দুয়ার।
রুখবে কেও দুয়ার তোমার কলঙ্কিতরা
আলঙ্ক্রিত করবে সবই ভিন্ন ধারার।
এরি জন্য তুমি কিগ এসেছিলে ধরায়
অন্ধ সুখের মোহে তুমি সব্বাইকে করেছ পরায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন