দেশটা তোমার তাই বলে কি
তা তোমার হাতের খেলনা?
ত্রিশ লক্ষ্য শহীদ কিেগা
এমনতর ফেলনা?
দেশের মানুষ বোকা মূর্খ
তাইতো তুমি রানী,
সেই ক্ষমতায় ছুড়ে দাও তুমি
দেশ অচলের বানী।
গনতন্ত্র? গনতন্ত্র? মুখেই হয় খৈ সৃষ্ট
ফলাফলটা যা হয় তা স্বৈরাচারীক উছিচষট।
মুণ্ড-মাথা সব যে আজ তোমার মুঠোবন্ধি
ক্ষমতার লোভ মাথায় নিয়ে করছ নানান ফন্দি।
জঘন্য আর অসুস্থ এসব হীন রাজনীতি
রাজনীতি আর রাজনীতি নেইরে
তা হয়েছে ক্ষমতা প্রীতি।
ক্ষমতা ধর্ম, ক্ষমতা সপ্ন,
ক্ষমতাই চোখের মনি,
হারালে ক্ষমতা সবাই বলে
হয়েছে কারচুপি।
দ্বিধা-বিভক্ত জাতি আজ
হয়েছে দিশেহারা,
"অকার্যকর" এই লেভাসের
বল কাটবে কখন ফারা?
স্বদেশ প্রেমিক আম জনতা
এসো এগিয়ে
দেশের কপালে সব কলঙ্কের দাগ
আজ দিবো মিটিয়ে।।
তারিখঃ ১৮-১২-২০০৬
তা তোমার হাতের খেলনা?
ত্রিশ লক্ষ্য শহীদ কিেগা
এমনতর ফেলনা?
দেশের মানুষ বোকা মূর্খ
তাইতো তুমি রানী,
সেই ক্ষমতায় ছুড়ে দাও তুমি
দেশ অচলের বানী।
গনতন্ত্র? গনতন্ত্র? মুখেই হয় খৈ সৃষ্ট
ফলাফলটা যা হয় তা স্বৈরাচারীক উছিচষট।
মুণ্ড-মাথা সব যে আজ তোমার মুঠোবন্ধি
ক্ষমতার লোভ মাথায় নিয়ে করছ নানান ফন্দি।
জঘন্য আর অসুস্থ এসব হীন রাজনীতি
রাজনীতি আর রাজনীতি নেইরে
তা হয়েছে ক্ষমতা প্রীতি।
ক্ষমতা ধর্ম, ক্ষমতা সপ্ন,
ক্ষমতাই চোখের মনি,
হারালে ক্ষমতা সবাই বলে
হয়েছে কারচুপি।
দ্বিধা-বিভক্ত জাতি আজ
হয়েছে দিশেহারা,
"অকার্যকর" এই লেভাসের
বল কাটবে কখন ফারা?
স্বদেশ প্রেমিক আম জনতা
এসো এগিয়ে
দেশের কপালে সব কলঙ্কের দাগ
আজ দিবো মিটিয়ে।।
তারিখঃ ১৮-১২-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন