আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্র মাসে ভীষণ বর্ষা শুরু হলো।
নয়ন জুড়ানো রমনিরা সব বসন্তের কৌকিলের ন্যায় ডেকে গেলো।
অসময়ে বর্ষা শুরু হল।
পৌষ গেল, মাঘ গেল, কুয়াশার চাদর নিয়ে শীত কই এলো।
তবু রজকিনীর প্রেমও পাতা অকালে ঝড়ে গেলো।
মুক্ত মন শূন্য তাই, করে স্নিগ্ধ প্রেমের আহবান
দেবে সাড়া আছো কারা নিত্যানন্দ বিহঙ্গিনী।
তবে প্রেমও পাতা ঝড়বেনা অকালে
অসময়ে কুহু বলে ডাকবেনা বসন্তের কৌকিল।
তারিখঃ ১৬-১০-২০০৮
নয়ন জুড়ানো রমনিরা সব বসন্তের কৌকিলের ন্যায় ডেকে গেলো।
অসময়ে বর্ষা শুরু হল।
পৌষ গেল, মাঘ গেল, কুয়াশার চাদর নিয়ে শীত কই এলো।
তবু রজকিনীর প্রেমও পাতা অকালে ঝড়ে গেলো।
মুক্ত মন শূন্য তাই, করে স্নিগ্ধ প্রেমের আহবান
দেবে সাড়া আছো কারা নিত্যানন্দ বিহঙ্গিনী।
তবে প্রেমও পাতা ঝড়বেনা অকালে
অসময়ে কুহু বলে ডাকবেনা বসন্তের কৌকিল।
তারিখঃ ১৬-১০-২০০৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন