মনটা আমার বন্দি যে আজ ব্যস্ততার ই শিকলে, খোলা আকাশ তো যায় না দেখা যান্ত্রিক এই নগরে। নেয়না খবর এখানে কেউ, নেই তো কোন আপনজন, নিঃসঙ্গ বসে আপনমনে তোমায় করছি স্মরণ। তোমার অবাধ্য দুষ্ট ছেলেটি, যে ছিল তোমার চোখের মনি, আজ সে যে চলছে টেনে বাস্তবতার কঠিন ঘানি। ইট পাঁথরের এই শহরে উজাড় হল প্রকৃতি মানব মনে বসত করে হিংস্রতা আর কু প্রবিত্তি// তারিখঃ ০৪-০৬-২০০৭ ঢাকা।
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/