তোমার নেশা ধরা ডাগর চোখের প্রেমে পড়ি সকাল, দুপুর, সান্ধ্য। দীঘল চুলের আলতো পরশে আমার মায়াবী ধরণীটা ক্ষণিকেই যেন অন্ধ। প্রেমে পড়েছি তোমার হেঁটে চলায় ইচ্ছে করে পিছু নেই, অদম্য সাহসে আটকিয়ে পথ জিজ্ঞেস করি নামটি কি? প্রেমে পড়েছি তোমার চপল কথার ঢঙে ভাবনায় আছো সমস্ত দিবা-রাত্রি। আর কি কখনো পাবো দেখা রাজপথে হঠাৎ দেখা ওহে পথসুন্দরী!!! ২৮-১১-২০১৪
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/