চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ
আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ।
আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে
তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে।
মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে
আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে।
বারিদ কান্তার
১৮-০৯-২০১৪
আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ।
আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে
তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে।
মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে
আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে।
বারিদ কান্তার
১৮-০৯-২০১৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন