সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বড্ড ভয় করে মাগো

ভয় হয় মাগো বড্ড ভয় করে
তুই চলে গেলে একা থাকবো কি করে?

বল কার আঁচলে মুখটি মুছে আদুরে থাপ্পড় খাবো?
দুষ্টমী ভরা আবদারগুলো নিয়ে কার সামনে দাঁড়াবো?

নানা অজুহাতে নিশি ভোর করে আসতাম যখন ঘরে
আচ্ছা করে কান মলে দিয়েছিস শুধু, ভুলেই ব্যাস্ত হয়ে পড়তি পরক্ষনে।

সামান্য অসুখেই চিন্তায় অস্থির মুখে তুলে দিয়েছিস খাবার
বাহিরে গেলেও ঘণ্টায়, ঘণ্টায় খবর নিয়েছিস বারবার।

তাই আজ তোর অসুখে বুকে কাপুনি ধরে
ভাবি তুই চলে গেলে একা থাকবো কি করে?


১৯-১১-২০১৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

আমাদের শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে একটু চিন্তা করুন।

দেশের রাজনীতিবিদদের কাছে একটা অনুরোধ আপনারা আলাপ আলোচনা করে যত সমস্যা আছে তা সমাধান করুন দয়া করে। আপনারা আমাদেরকে আর অনিশ্চয়তার দিকে নিক্ষেপ করবেন না। আমরা প্রতি ৫ বছর অন্তর অন্তর কেন এই অনিশ্চয়তার মুখে পরবো? স্বাধীনতার ৪০ বছর পরও কেন আমাদের একটি অনিশ্চয়তায় রাতের ঘুম হারাম হবে? একটু করে শুধু সাধারন জনগনের কথা চিন্তা করুন। আমারা চিন্তিত নির্বাচনকালীন, নির্বাচন পূর্ব ও পরে কি হবে তা অনুমান করে। আমাদের এই শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে চিন্তা করুন......প্লিজ......

বৃষ্টিময় রজনী

বৃষ্টিময় রজনী তুমি এলে সজনী নিয়ে এলে শুভ্রতা কল্যানে ধরণি চলে গেলে অসময়ে মনো ব্যাথা বুঝনি। বৃষ্টিময় রজনী। তারিখঃ ০৪-০৯-২০১৩