এনার্জি এশিয়া, মাথার উপর বসিয়া, করিতেছে গ্রাস
তেল, কয়লা ও গ্যাস।
করবি তোরা হায়! হায়!
দেখবি যখন রক্তচোষারা নিয়েছে চুষে তোর রক্ত।
হয়ে পড়বি অথর্ব তুই, পারবি না নিতে শ্বাস।
তারাই তখন বগল বাজিয়ে গর্ব করে
মিটাবে তাদের মনের আশ।
নামটি তোদের তৃতীয় বিশ্ব, তাইতো হয়েছে দোষ।
মিনিটে মিনিটে খবরদারী, মাথা তুললেই নাখোশ।
রক্তে তোদের হুজুর! হুজুর!
কাঁসি দিতেও খাওয়াস খেজুর।
কিসের তরে রইলি বেঁচে, অস্তিত্ব তোর কিসে?
এভাবে যদি যায় চলে দিন, বড় বড় কথা বাদ দিন।
হুকুম বাজদের পায়ে পড়ে অন্য কোন কাজ নিন।
তারিখঃ ১৭-১০-২০০৮
তেল, কয়লা ও গ্যাস।
করবি তোরা হায়! হায়!
দেখবি যখন রক্তচোষারা নিয়েছে চুষে তোর রক্ত।
হয়ে পড়বি অথর্ব তুই, পারবি না নিতে শ্বাস।
তারাই তখন বগল বাজিয়ে গর্ব করে
মিটাবে তাদের মনের আশ।
নামটি তোদের তৃতীয় বিশ্ব, তাইতো হয়েছে দোষ।
মিনিটে মিনিটে খবরদারী, মাথা তুললেই নাখোশ।
রক্তে তোদের হুজুর! হুজুর!
কাঁসি দিতেও খাওয়াস খেজুর।
কিসের তরে রইলি বেঁচে, অস্তিত্ব তোর কিসে?
এভাবে যদি যায় চলে দিন, বড় বড় কথা বাদ দিন।
হুকুম বাজদের পায়ে পড়ে অন্য কোন কাজ নিন।
তারিখঃ ১৭-১০-২০০৮
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন