জীবনের যত রঙ, আছে যত হা-পিত্তেশ,
ওড়াও রঙ নীল আকাশে, মিটাও হতাশা ঝোড় বাতাসে।
তুলে ধরে রঙ্গিন অধ্যায় রাঙ্গিয়ে দাও ধরণীকে।
মুছে ফেল ফ্যাঁকাসে স্মৃতি, মুক্ত কর আপনাকে।
জীর্ণতাকে লাঠিপেটা কর আর গোঁড়ামিকে কর ঘরছাড়া।
পূজা কর তুমি সত্য ও ন্যায়ের, জিকির তুলো আদর্শের।
আগামী তোমাকে জানাবে স্যালুট, চির সবুজ হবে দিন তোমার।
তারিখঃ২৩-০৫-২০০৭
ওড়াও রঙ নীল আকাশে, মিটাও হতাশা ঝোড় বাতাসে।
তুলে ধরে রঙ্গিন অধ্যায় রাঙ্গিয়ে দাও ধরণীকে।
মুছে ফেল ফ্যাঁকাসে স্মৃতি, মুক্ত কর আপনাকে।
জীর্ণতাকে লাঠিপেটা কর আর গোঁড়ামিকে কর ঘরছাড়া।
পূজা কর তুমি সত্য ও ন্যায়ের, জিকির তুলো আদর্শের।
আগামী তোমাকে জানাবে স্যালুট, চির সবুজ হবে দিন তোমার।
তারিখঃ২৩-০৫-২০০৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন