সুখ পায়রা উড়াল দিল মনের উঠান থেকে,
শান্তির দূর্বাদল পিষ্ট হয় কুটিলতার ছলে।
সবুজের অরণ্য কম্পিত হয় ছলনার মায়াজালে।
রিক্ত হাতে বৃথা আস্ফালন অন্তরে করে বাস,
যান্ত্রিকতা আর মলিনতা ঝেড়ে এসো করি সুন্দরের চাষ।।
তারিখঃ ২৫-১০-২০১৩
শান্তির দূর্বাদল পিষ্ট হয় কুটিলতার ছলে।
সবুজের অরণ্য কম্পিত হয় ছলনার মায়াজালে।
রিক্ত হাতে বৃথা আস্ফালন অন্তরে করে বাস,
যান্ত্রিকতা আর মলিনতা ঝেড়ে এসো করি সুন্দরের চাষ।।
তারিখঃ ২৫-১০-২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন