সৈকতের লোনা হাওয়ায় হারিয়েছি দুজন চাওয়া-পাওয়ায়।
দিগন্ত জুড়ে তোমায় অ্যাঁকে রঙ্গিন হবো আমি,
মাতব দুজন উন্মাদনায় নিঃস্ব করে সবই।
বাতাসে মোরা ভাসিয়ে দিব উন্মাদ ভালবাসার তরী
সৌরভ যদি এতোটুকু ছড়ায়, ছড়াক তাতে গর্ভিত হবে ধরণী।
বর্জিত হবে মেকি ও কৃত্রিম যান্ত্রিকতা,
মাতবে আগামি নিয়ে প্রাকৃতিক শুদ্ধতা।
তারিখঃ ১৩-০৫-২০০৬
দিগন্ত জুড়ে তোমায় অ্যাঁকে রঙ্গিন হবো আমি,
মাতব দুজন উন্মাদনায় নিঃস্ব করে সবই।
বাতাসে মোরা ভাসিয়ে দিব উন্মাদ ভালবাসার তরী
সৌরভ যদি এতোটুকু ছড়ায়, ছড়াক তাতে গর্ভিত হবে ধরণী।
বর্জিত হবে মেকি ও কৃত্রিম যান্ত্রিকতা,
মাতবে আগামি নিয়ে প্রাকৃতিক শুদ্ধতা।
তারিখঃ ১৩-০৫-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন