শিউলি ফোঁটা ভোঁরে শুনি বোমার চিৎকার
কাকের আহাজারি আর ছুটোছুটি হল্লায়।
আর্তনাদে উঠবে জেগে ঘুমন্ত শহর
আর বারুদের ধোঁয়ায় বিষাক্ত হবে ভোরের শিশির।
দিনমজুরের দিনাতিপাত কেমন ওরা কি বুঝে?
সবাই থাকে যদি নিজেকে নিয়ে দেশ কি নিয়ে বাঁচে?
তারিখঃ ২৭-১০-২০১৩
কাকের আহাজারি আর ছুটোছুটি হল্লায়।
আর্তনাদে উঠবে জেগে ঘুমন্ত শহর
আর বারুদের ধোঁয়ায় বিষাক্ত হবে ভোরের শিশির।
দিনমজুরের দিনাতিপাত কেমন ওরা কি বুঝে?
সবাই থাকে যদি নিজেকে নিয়ে দেশ কি নিয়ে বাঁচে?
তারিখঃ ২৭-১০-২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন