শিউলি ফোঁটা ভোঁরে শুনি বোমার চিৎকার কাকের আহাজারি আর ছুটোছুটি হল্লায়। আর্তনাদে উঠবে জেগে ঘুমন্ত শহর আর বারুদের ধোঁয়ায় বিষাক্ত হবে ভোরের শিশির। দিনমজুরের দিনাতিপাত কেমন ওরা কি বুঝে? সবাই থাকে যদি নিজেকে নিয়ে দেশ কি নিয়ে বাঁচে? তারিখঃ ২৭-১০-২০১৩
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/