শক্তিতে মোরা দুর্বল আজি
বুদ্ধিতে মোরা শ্রেষ্ঠ।
মানবতারই জয় হবে আজ
হোক না যত কষ্ট।
দুর্বোধ্য আর দুর্গমতাকে
করতে পারি জয়।
বাহুওয়ালার হুঙ্কারে আজ
নেইকো মোদের ভয়।
সৃষ্টির জন্যে জন্ম তোদের
ধ্বংস কেন করিস।
এই সৃষ্টিই তকে রাখবে বাচিয়ে
তুই কি বলতে পারিস।
নিক্ষিপ্ত হবে আস্থাকুরে
সব ধ্বংসকারীর দল।
ধ্বংস থামাবার সময় আছে
এখনই তাদের বল।
তারিখঃ ১৯-১০-২০০৫
বুদ্ধিতে মোরা শ্রেষ্ঠ।
মানবতারই জয় হবে আজ
হোক না যত কষ্ট।
দুর্বোধ্য আর দুর্গমতাকে
করতে পারি জয়।
বাহুওয়ালার হুঙ্কারে আজ
নেইকো মোদের ভয়।
সৃষ্টির জন্যে জন্ম তোদের
ধ্বংস কেন করিস।
এই সৃষ্টিই তকে রাখবে বাচিয়ে
তুই কি বলতে পারিস।
নিক্ষিপ্ত হবে আস্থাকুরে
সব ধ্বংসকারীর দল।
ধ্বংস থামাবার সময় আছে
এখনই তাদের বল।
তারিখঃ ১৯-১০-২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন