খণ্ড মেঘের চলন দেখি
চলন দেখি তোমারও,
পাখির মত উড়ছ যেন
দোলন যে দাও আমারেও।
ধানের শীষের দোলন দেখি
দোলন দেখি গানের সুরেও,
তোমার মুখের মিষ্টি বলন
মুগ্ধ করে আমারেও।
জ্যোৎস্নায় চাঁদের হাসন দেখি
হাসন দেখি ফুল পাপড়িও,
কচি মুখের হাসন দেখে
স্বপ্নে ভাসায় আমারেও।
তারিখঃ ২৩-০৯-২০০৫
চলন দেখি তোমারও,
পাখির মত উড়ছ যেন
দোলন যে দাও আমারেও।
ধানের শীষের দোলন দেখি
দোলন দেখি গানের সুরেও,
তোমার মুখের মিষ্টি বলন
মুগ্ধ করে আমারেও।
জ্যোৎস্নায় চাঁদের হাসন দেখি
হাসন দেখি ফুল পাপড়িও,
কচি মুখের হাসন দেখে
স্বপ্নে ভাসায় আমারেও।
তারিখঃ ২৩-০৯-২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন