আমি কার কে আমার,
কিছুই তো জানি না হায়।
বাধন ভরা মনটা আমার,
বাঁকাটটার মত উড়তে চায়।
ইট, বালি আর দালান কোঠা,
কিছুই আমার ভাল্লাগেনা।
শিশির সিক্ত ঘাসের পরে
মন ছুটে যায় বারে বারে...
সময়ঃ ২০০৫
কিছুই তো জানি না হায়।
বাধন ভরা মনটা আমার,
বাঁকাটটার মত উড়তে চায়।
ইট, বালি আর দালান কোঠা,
কিছুই আমার ভাল্লাগেনা।
শিশির সিক্ত ঘাসের পরে
মন ছুটে যায় বারে বারে...
সময়ঃ ২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন