শ্যামলা মেয়ের কৃষ্ণ কেশ হাওয়ার দলায় উড়ছে বেশ।
শ্যামলা মেয়ের কৃষ্ণ গড়ন যৌবন ছল ছল,
হাঁসিটা তার অন্যরকম আমার লাগে ভালো।
চোখ দুটো তার টানা টানা, ধূসর মনিতে যায় যে চেনা।
বাদলা দিনের মেঘের মত রাগাই তাকে ইচ্ছে মত,
রাগ্লে তাকে মানায় যত, আর মানায় না এমনি ততো।
শ্যামলা মেয়ের ছন্দে চলন, মিষ্টি যে তার মুখের বলন।
বৃষ্টি ভেজা এক দুপুরে, শ্যামলা মেয়ে যায় পুকুরে,
পুকুর পাড়ে নূপুর পায়ে, দোলায় যে পা শ্যামলা মেয়ে।।
তারিখঃ ১০-০৮-২০০৫
শ্যামলা মেয়ের কৃষ্ণ গড়ন যৌবন ছল ছল,
হাঁসিটা তার অন্যরকম আমার লাগে ভালো।
চোখ দুটো তার টানা টানা, ধূসর মনিতে যায় যে চেনা।
বাদলা দিনের মেঘের মত রাগাই তাকে ইচ্ছে মত,
রাগ্লে তাকে মানায় যত, আর মানায় না এমনি ততো।
শ্যামলা মেয়ের ছন্দে চলন, মিষ্টি যে তার মুখের বলন।
বৃষ্টি ভেজা এক দুপুরে, শ্যামলা মেয়ে যায় পুকুরে,
পুকুর পাড়ে নূপুর পায়ে, দোলায় যে পা শ্যামলা মেয়ে।।
তারিখঃ ১০-০৮-২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন