রাত কাটে নিঃসঙ্গতায় দিন কাটে কোলাহলে
জিবনটা যে ফুরিয়ে যাবে মিথ্যে খেলার ছলে।
আসবে কতো ঝড় তুফান নির্ঘুম রাত অফুরান
জীবন হবে দুঃখ নদী ভাসিয়ে চোখের জলে।
সুখটা তোমার ক্ষণিকের তরে বিজলী চমক যেন
সুখটা শুধু মরিচিকা মোর প্রান কেঁদে কেঁদে তাই বলে।
হারিয়ে যাবে অন্ধকারে এপার ওপার সবই
লাভ কি হবে সাজিয়ে জীবন মিথ্যে খেলার ছলে।
তারিখঃ ১৪-১২-২০০৫
জিবনটা যে ফুরিয়ে যাবে মিথ্যে খেলার ছলে।
আসবে কতো ঝড় তুফান নির্ঘুম রাত অফুরান
জীবন হবে দুঃখ নদী ভাসিয়ে চোখের জলে।
সুখটা তোমার ক্ষণিকের তরে বিজলী চমক যেন
সুখটা শুধু মরিচিকা মোর প্রান কেঁদে কেঁদে তাই বলে।
হারিয়ে যাবে অন্ধকারে এপার ওপার সবই
লাভ কি হবে সাজিয়ে জীবন মিথ্যে খেলার ছলে।
তারিখঃ ১৪-১২-২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন