বিন্দু ফোটা লুটোপুটি খেলে মাতাল মধ্যদুপুরে স্নিগ্ধ বাতাস দোলা দেয় উতাল মনের নূপুরে। ঘুমন্ত জলের চোখের পাতা নাড়া দিয়ে যায় কয়েকটি দুষ্ট ফোটা তারপর আলসেমি আর আড়মোড়া ভেঙ্গে চলে স্থির জলের ছান্দিক নান্দনিকতা। শ্যামাকাশের মায়াবি দৃষ্টি যেন সম্মোহনের ঘোর অগ্রাহ্য করা যে অসাধ্য আজ, তাই অপেক্ষায় থাকি রোজ। তারিখঃ ২০-০৮-২০১৩
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/