সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"বৃষ্টি বন্দনা"

বিন্দু ফোটা লুটোপুটি খেলে মাতাল মধ্যদুপুরে স্নিগ্ধ বাতাস দোলা দেয় উতাল মনের নূপুরে। ঘুমন্ত জলের চোখের পাতা নাড়া দিয়ে যায় কয়েকটি দুষ্ট ফোটা তারপর আলসেমি আর আড়মোড়া ভেঙ্গে চলে স্থির জলের ছান্দিক নান্দনিকতা। শ্যামাকাশের মায়াবি দৃষ্টি যেন সম্মোহনের ঘোর অগ্রাহ্য করা যে অসাধ্য আজ, তাই অপেক্ষায় থাকি রোজ।   তারিখঃ ২০-০৮-২০১৩

Love For Bangladesh

We like our country, very much! Evergreen country, we like her very much! We feel our country, very much! Open air, blue sky, we feel her very much! We love our country, very much! Bloody independence, we love her very much! Date : 06-02-2006 

খেলার ছলে

রাত কাটে নিঃসঙ্গতায় দিন কাটে কোলাহলে জিবনটা যে ফুরিয়ে যাবে মিথ্যে খেলার ছলে। আসবে কতো ঝড় তুফান নির্ঘুম রাত অফুরান জীবন হবে দুঃখ নদী ভাসিয়ে চোখের জলে। সুখটা তোমার ক্ষণিকের তরে বিজলী চমক যেন সুখটা শুধু মরিচিকা মোর প্রান কেঁদে কেঁদে তাই বলে। হারিয়ে যাবে অন্ধকারে এপার ওপার সবই লাভ কি হবে সাজিয়ে জীবন মিথ্যে খেলার ছলে। তারিখঃ ১৪-১২-২০০৫

অভয়

শক্তিতে মোরা দুর্বল আজি বুদ্ধিতে মোরা শ্রেষ্ঠ। মানবতারই জয় হবে আজ হোক না যত কষ্ট। দুর্বোধ্য আর দুর্গমতাকে করতে পারি জয়। বাহুওয়ালার হুঙ্কারে আজ নেইকো মোদের ভয়। সৃষ্টির জন্যে জন্ম তোদের ধ্বংস কেন করিস। এই সৃষ্টিই তকে রাখবে বাচিয়ে তুই কি বলতে পারিস। নিক্ষিপ্ত হবে আস্থাকুরে সব ধ্বংসকারীর দল। ধ্বংস থামাবার সময় আছে এখনই তাদের বল। তারিখঃ ১৯-১০-২০০৫

ছন্দ

খণ্ড মেঘের চলন দেখি চলন দেখি তোমারও, পাখির মত উড়ছ যেন দোলন যে দাও আমারেও। ধানের শীষের দোলন দেখি দোলন দেখি গানের সুরেও, তোমার মুখের মিষ্টি বলন মুগ্ধ করে আমারেও। জ্যোৎস্নায় চাঁদের হাসন দেখি হাসন দেখি ফুল পাপড়িও, কচি মুখের হাসন দেখে স্বপ্নে ভাসায় আমারেও। তারিখঃ ২৩-০৯-২০০৫  

শ্যামলা মেয়ে

শ্যামলা মেয়ের কৃষ্ণ কেশ হাওয়ার দলায় উড়ছে বেশ। শ্যামলা মেয়ের কৃষ্ণ গড়ন যৌবন ছল ছল, হাঁসিটা তার অন্যরকম আমার লাগে ভালো। চোখ দুটো তার টানা টানা, ধূসর মনিতে যায় যে চেনা। বাদলা দিনের মেঘের মত রাগাই তাকে ইচ্ছে মত, রাগ্লে তাকে মানায় যত, আর মানায় না এমনি ততো। শ্যামলা মেয়ের ছন্দে চলন, মিষ্টি যে তার মুখের বলন। বৃষ্টি ভেজা এক দুপুরে, শ্যামলা মেয়ে যায় পুকুরে, পুকুর পাড়ে নূপুর পায়ে, দোলায় যে পা শ্যামলা মেয়ে।। তারিখঃ ১০-০৮-২০০৫

জীবন

খণ্ড মেঘ, খণ্ড জরা, খণ্ড রৌদ্র, খণ্ড আশা, তারই মাঝে নাও খুজে ভাই জীবনের সব ভালবাসা। খণ্ড ব্যাথা, খণ্ড দুখ, খণ্ড শান্তি, খণ্ড সু্‌ এরই জন্যে বুঝিবের ভাই জীবনটা যে কতো অদ্ভুত। খণ্ড আভাশ, খণ্ড চাওয়া খণ্ড, খণ্ড পাওয়া না পাওয়া, এরই মাঝে নাও খুজে ভাই জীবনের সব বাস্তবতা। সময়ঃ ০৩-০৬-২০০৫

বাঁকাটটা

আমি কার কে আমার, কিছুই তো জানি না হায়। বাধন ভরা মনটা আমার, বাঁকাটটার মত উড়তে চায়। ইট, বালি আর দালান কোঠা, কিছুই আমার ভাল্লাগেনা। শিশির সিক্ত ঘাসের পরে মন ছুটে যায় বারে বারে... সময়ঃ ২০০৫

সে

হাঁটছি আমি রাস্তা দিয়ে চোখের পলক ফেলতে গিয়ে হঠাৎ দেখি তাকে, দাড় করিয়ে বলে, চিননি আমাকে? আমি হলাম "সে"............। আমি বলি চিনেছি তোমায়। তবে বলত আমি কে? মুচকি হেঁসে, তুমি হলে সকাল বেলার কাক, তুমি হলে রাত দুপুরে শেয়ালের ডাক। শুনে কথা অমনিতে মেয়ে রাগে যে গাল ফুলায়। আমি বলি রাগ করোনা, ভুল হয়েছে আমার, তোমার সাথে দুষ্টামি করা সাঝেনি আমার। সে বলে, না না তা কেন ভুল হয়েছে আমার। রাগটা ঝেড়ে আবার তুমি মাফ করে দাও আমায়। সময়ঃ ২০০৫

তোমায় করে স্মরণ

ছুটে  চলেছি পিচঢালা রাস্তায় রৌদ্র তপ্ত দুপুরে, ফেলে এসেছি হাসি, তামাশা, সুর, আনন্দ কল্লোল। ভেঙ্গে পড়েছে এমন বিষণ্ণ সারাক্ষণ তোমায় হারিয়ে। প্রেমের অথৈ হৃদয় সমুদ্র খা খা করে বিস্তীর্ণ মরুভূমি। ক্ষত নিয়ে বুকে আছি বেঁচে তোমায় হারিয়ে। ধূসর চোখে শুধু তোমার স্মৃতি সঙ্গী হল জল, ছিন্ন হৃদয় হাহাকার করে তোমায় করে স্মরণ। তারিখঃ ০২-০৬-২০০৬

শ্রদ্ধা

সহস্র কোটি নত মস্তকে শ্রদ্ধা জানাই লক্ষ্য শহীদের চরনে। শ্রদ্ধা জানাই নত মস্তকে লক্ষ্য বীরাঙ্গনার চরনে। একাত্মা হই ছেলে হারা মায়ের শোকে, ভাই হারা বোনের ও স্বামী হারা স্ত্রীর শোকে। শ্রদ্ধা জানাই আজ সব ভাষা সৈনিকদের প্রতি, যারা দিয়েছিল প্রান দেশের তরে। ভুলিনি তোমাদের আজো ভুলবোনা আজীবন। এ হৃদয় মাঝে রাখবো বাঁচিয়ে তোমাদের স্মৃতি অম্লান।। তারিখঃ ২০-০২-২০০৬

ঈদ মুবারাক___________২০১৩

সব্বাইকে ঈদ এর শুভেচ্ছা..............."ঈদ মুবারাক"