গৌধুলির আভা দিগন্তে বিলীন হল সোনালী রঙ ছড়াতে ছড়াতে। বিস্তীর্ণ সবুজের এপারে দাড়িয়ে পথিক সূর্যাস্ত দেখে ভাবনার শীষে দোল খায়, আর ভাবে। ভাবতে বসে সগৌরভে নিজের সৌন্দর্য জাহির কারা ফুল সৌরভ ছড়ানো ভুলে গিয়ে। পাখিরাও নীরব, ভাবতে বসে সেও কেন এই কিচির মিচির সুরেলা স্বরে ডাকাডাকি? লজ্জাবতীর পাতা চুইয়ে পড়তে থাকা সচ্ছ শিশির বিন্দু, সেও ভাবে কেনইবা এখানে এলাম, আবার কেনইবা ঝড়ে পড়া, চলে যাওয়া? অবিনশ্বর হওয়ার মন্ত্র নিয়ে যে অশথ বৃক্ষটি মাটি ফুড়ে নিজের অস্তিত্ব জানান দেয় এমন ভাবনা তাকেও তাড়িত করে। কেন এই জীবন? কেনইবা এত সংগ্রাম? জীবন সত্য, জন্ম, বেঁচে থাকা? নাকি প্রস্থান, মৃত্যু কিংবা চলে যাওয়া? ০২-০২-২০১৫
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/