সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পাকিস্তান ভক্ত বন্ধুদের বলছি.....

পাকিস্তান ভক্ত বন্ধুদের বলছি, আপনারা নিশ্চয় খুশি হবেন যখন পাকিস্তানিরা আবার আপনাদের আমন্ত্রনে আসবেন, বসবেন এবং খোশ গল্পে মেতে উঠবেন, এবং আবার সেই ৫২ ও ৭১ এর পুনরাবৃত্তি ঘটবে নিশ্চয় তখন আপনারা আপনাদের প্রিয় নেতা কাদের মোল্লা মত বিভক্ত পাকিস্তান কে এক করার কাজে নেমে পড়বেন তাইনা? যখন পাকিস্তানের জঙ্গি সংঘটন বাংলাদেশ দূতাবাস হামলার হুমকি দেয়, তখনও কি আপনার মধ্য দেশ প্রেম কাজ করে না? যখন পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশ কে তিরস্কার করে বক্তৃতা দেওয়া হয় তখনও কি আপনাদের মনে হয় না এই পাকিস্তান কখনো আমাদের বন্ধু হতে পারেনা। আরে ভাই যে দেশে মিনিটে মিনিটে বোমায় মানুষ মরে সেই দেশ আইসে আরেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাইতে, এরেই বলে হ্যিপক্রেট জাতি। 20-12-13

কচি প্রানে বিষ ঢেলে দেয় নিন্দিতে বাংলায়

শকুনের রক্তচক্ষু পড়েছিল বাংলায় তাজা প্রানের বিনাশ হল সেই অশুভ ছায়ায়। শকুনের প্রেতাত্মারা আজো আছে আশায় কচি প্রানে বিষ ঢেলে দেয় নিন্দিতে বাংলায়।  ১২-১২-২০১৩

পলটি মারে Tumble কিং

পলটি মারে Tumble কিং বুবুজিরা নিদ্রাহীন আমজনতা সংজ্ঞা খুঁজে সকাল দুপুর রাত্রি দিন। এইটা করলেন তিনি কি? চলমান দাবানলে তিনি কেন ঢেলে দিলেন ঘি? বঙ্গভবন স্বপ্নে তার কড়া নাড়ে অহর্নিশ বুবুজিদের আঁচল ধরে কভু হয় যদি দেখা কার্নিশ। ০৫-১২-২০১৩

দেশ কি নিয়ে বাঁচে?

শিউলি ফোঁটা ভোঁরে শুনি বোমার চিৎকার কাকের আহাজারি আর ছুটোছুটি হল্লায়। আর্তনাদে উঠবে জেগে ঘুমন্ত শহর আর বারুদের ধোঁয়ায় বিষাক্ত হবে ভোরের শিশির। দিনমজুরের দিনাতিপাত কেমন ওরা কি বুঝে? সবাই থাকে যদি নিজেকে নিয়ে দেশ কি নিয়ে বাঁচে?  তারিখঃ ২৭-১০-২০১৩ 

এসো করি সুন্দরের চাষ

সুখ পায়রা উড়াল দিল মনের উঠান থেকে, শান্তির দূর্বাদল পিষ্ট হয় কুটিলতার ছলে। সবুজের অরণ্য কম্পিত হয় ছলনার মায়াজালে। রিক্ত হাতে বৃথা আস্ফালন অন্তরে করে বাস, যান্ত্রিকতা আর মলিনতা ঝেড়ে এসো করি সুন্দরের চাষ।। তারিখঃ ২৫-১০-২০১৩

চির সবুজ

জীবনের যত রঙ, আছে যত হা-পিত্তেশ, ওড়াও রঙ নীল আকাশে, মিটাও হতাশা ঝোড় বাতাসে। তুলে ধরে রঙ্গিন অধ্যায় রাঙ্গিয়ে দাও ধরণীকে। মুছে ফেল ফ্যাঁকাসে স্মৃতি, মুক্ত কর আপনাকে। জীর্ণতাকে লাঠিপেটা কর আর গোঁড়ামিকে কর ঘরছাড়া। পূজা কর তুমি সত্য ও ন্যায়ের, জিকির তুলো আদর্শের। আগামী তোমাকে জানাবে স্যালুট, চির সবুজ হবে দিন তোমার। তারিখঃ২৩-০৫-২০০৭

শুদ্ধ হাওয়া

সৈকতের লোনা হাওয়ায় হারিয়েছি দুজন চাওয়া-পাওয়ায়। দিগন্ত জুড়ে তোমায় অ্যাঁকে রঙ্গিন হবো আমি, মাতব দুজন উন্মাদনায় নিঃস্ব করে সবই। বাতাসে মোরা ভাসিয়ে দিব উন্মাদ ভালবাসার তরী সৌরভ যদি এতোটুকু ছড়ায়, ছড়াক তাতে গর্ভিত হবে ধরণী। বর্জিত হবে মেকি ও কৃত্রিম যান্ত্রিকতা, মাতবে আগামি নিয়ে প্রাকৃতিক শুদ্ধতা। তারিখঃ ১৩-০৫-২০০৬