সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

স্বপ্নহীন যুবরাজ

ঘুমের রাজ্যে নিশাচর আমি, স্বপ্নহীন যুবরাজ! শ্রাবন রাতে অস্থির আমি খুঁজি বন্ধনের বিশ্বাস। সুখ স্বপনের ভোর কি হবে নব প্রভাতে? আসবে কি তুমি জীবনটাকে নতুন রঙে রাঙাতে? বৃথা স্বপ্নের জাল বুনি শুধু  নিসঙ্গ এই রাত্রিতে। তোমায় আলিঙ্গনের আশ্বাস খুঁজি মাতাল ধরণীর করুনাতে! তারিখঃ ২৪-০৫-২০১৩; 

!!সময়!!

অঝোর শ্রাবনে রাত্রিময়...... ক্লান্তিহীন কিছু সময় কেটে যায় নির্ঘুম। অপেক্ষা শুধু আরাধ্য সময়ের বাকীটুকু নিশ্চুপ!! কোলাহলহীন স্তব্ধতা পেল আজ পূর্ণতা......... অঝোর শ্রাবনে কেটে গেল সময় রাত্রির অলসতায়!!!!!!!!! তারিখঃ ২৪-০৫-২০১৩/

তুচ্ছ করোনা দেশকে!

জন্মেছ যে দেশে মরবেও সে দেশে... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? পরাধীন ছিল যে দেশ, শত বিসর্জনে স্বাধীন হল সে দেশ...... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? এত কিছু আছে এ দেশে, তবুও বল কিছুই নেই এ দেশে...... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? সবুজ শ্যামল যে দেশ, জেনে রাখিস...একদিন মরুভুমি হবে সেদেশ তুচ্ছ যদি করি আমারা নিজেই নিজের দেশকে। ফুল ফসলে দরিদ্র যে দেশ একদিন হবে সমৃদ্ধ সে দেশ! দয়া করে তুচ্ছ করোনা তোমরা নিজেই নিজের দেশকে। তারিখঃ ২০০৩

দেখতে লাগছে বেশ

বৃষ্টি পড়ে টিনের চালে, কাক ভেজা গাছের ডালে, দেখতে লাগছে বেশ! টিন গড়িয়ে বৃষ্টি পড়ে, গাছ গড়িয়ে বৃষ্টি পড়ে, দেখতে লাগছে বেশ! শীতের সকাল মিষ্টি বলে, মায়ের কোলে শিশু দোলে, দেখতে লাগছে বেশ! চৈত্র মাসে দুপুর বেলা, খেলছে সবাই পুতুল খেলা, দেখতে লাগছে বেশ! জ্যৈষ্ঠ মাসের পাকা আম, খাচ্ছে সবাই বিষণ সদাম, দেখতে লাগছে বেশ! তারিখঃ ২০০৩

আহাজারি

শোকের মাতম আকাশে বাতাসে ভারী হয়ে উঠে তা লাশের গন্ধে। আকুতি জানায় অর্ধমৃত প্রাণগুলি...... দিগন্ত জুড়ে স্বজনের আহাজারি। কি বীভৎস!!!!!! কি নিসংস!!!! কতইনা নির্মম। লাশের স্তূপ পড়েছে, জীবিতের ঘুম কেড়েছে। মহাজন হাসছে বসে দাত কেলিয়ে, করছে ফন্দী পা দুলিয়ে। আক্রোশে আজ ফুঁসে উঠেছে স্বজন হারা ভাই-বোন, আত্মা আজ অস্থির সেতো, করছে শুধুই আস্ফালন। ঠিক-বেঠিকের হিসাব বুঝিনা...... আমার ভাইয়েরে ফিরাইয়া দেন........., ভাত কাপড়ের অভাবে চাকরীতে আইসসা... মরব কেন????????? জবাব দেন??????????? আমার গেছে হাত, যে হাতে হতো সেলাই... এখন তা দিয়ে যে এখন ভিক্ষা চাইবার উপায়ও নাই!! তারিখঃ ২৬-০৪-২০১৩

সাভার ট্র্যাজেডি

ব্যাথাতুর ভারাক্রান্ত মনে শুধু অনুভব করি! ন্যূনতম ভাষা নেই সান্ত্বনা জানাবার :( :( দেশের নাগরিক হিসেবে এ মৃত্যুর জন্নে দায়ী আমি নিজেই। কিছুই কি করার ছিলনা ঘটনার পূর্বে? এত গুলো প্রান কেন পৃষ্ঠ হল? আমিই দায়ী এসবের জন্নে।  কেন আমি জন্মালাম এমন দেশে??????? যে দেশে নিশ্ছিন্তে মৃত্যুরও নিশ্চয়তা নেই। ভুখা মানুষের মিছিলে নব্য সম্রাজ্জবাদিদের মত কিভাবে পারলাম গুলি চালাতে??????? কথায় গিয়ে মানুষ গুলো জীবনের নিশ্চয়তা পাবে? এক একটা পরিবার নিঃস্ব হল তাদের শেষ উপার্জনক্ষম মানুষটাকে হারিয়ে। এসব পরিবারের ভবিষ্যৎ কি? এসবের জন্নে দায়ী আমিই। কেন জন্মালাম এমন দেশে? আর যারা এই ভয়াবহ উদাসীনতার নির্মম শিকারে বিকলাঙ্গ বা পঙ্গুত্ব বরন করেছে, যারা ছিল সংসারের একমাত্র উপার্জনকারি সে যদি  অ েন্যার বোঝা হয় তবে তাদের উপায় কি? আমরা নব্য সম্রাজ্জবাদিরা কি এর ক্ষতিপূরণ করতে পারবো? শুধু মনের বেথাতুর আকুতি দিয়ে তোদের সমবেদনা জানান ছাড়া আমার যে আর কিছুই করার নেই :( ইতিহাসের নির্মম তম দুর্ঘটনা নিয়েও আমারা রাজনীতি করি। আমাদের মত নির্লজ্জ বেহায়া বুঝি কেউ নেই এই পৃথিবীতে। এর জন্নে দ...

বৈশাখ

এসেছে বৈশাখ ধরার ধূলায়, প্রকৃতি নাচে ছন্দে............ মন কি তোমার হারাবেনা বন্ধু ভেজা মাটির শোধা গন্ধে?????? সব্বাইকে বাংলা নববর্ষের শুভেছা!!!!