ঘুমের রাজ্যে নিশাচর আমি, স্বপ্নহীন যুবরাজ!
শ্রাবন রাতে অস্থির আমি খুঁজি বন্ধনের বিশ্বাস।
সুখ স্বপনের ভোর কি হবে নব প্রভাতে?
আসবে কি তুমি জীবনটাকে নতুন রঙে রাঙাতে?
বৃথা স্বপ্নের জাল বুনি শুধু নিসঙ্গ এই রাত্রিতে।
তোমায় আলিঙ্গনের আশ্বাস খুঁজি মাতাল ধরণীর করুনাতে!
তারিখঃ ২৪-০৫-২০১৩;
শ্রাবন রাতে অস্থির আমি খুঁজি বন্ধনের বিশ্বাস।
সুখ স্বপনের ভোর কি হবে নব প্রভাতে?
আসবে কি তুমি জীবনটাকে নতুন রঙে রাঙাতে?
বৃথা স্বপ্নের জাল বুনি শুধু নিসঙ্গ এই রাত্রিতে।
তোমায় আলিঙ্গনের আশ্বাস খুঁজি মাতাল ধরণীর করুনাতে!
তারিখঃ ২৪-০৫-২০১৩;
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন