শোকের মাতম আকাশে বাতাসে
ভারী হয়ে উঠে তা লাশের গন্ধে।
আকুতি জানায় অর্ধমৃত প্রাণগুলি......
দিগন্ত জুড়ে স্বজনের আহাজারি।
কি বীভৎস!!!!!! কি নিসংস!!!! কতইনা নির্মম।
লাশের স্তূপ পড়েছে, জীবিতের ঘুম কেড়েছে।
মহাজন হাসছে বসে দাত কেলিয়ে, করছে ফন্দী পা দুলিয়ে।
আক্রোশে আজ ফুঁসে উঠেছে স্বজন হারা ভাই-বোন,
আত্মা আজ অস্থির সেতো, করছে শুধুই আস্ফালন।
ঠিক-বেঠিকের হিসাব বুঝিনা......
আমার ভাইয়েরে ফিরাইয়া দেন.........,
ভাত কাপড়ের অভাবে চাকরীতে আইসসা...
মরব কেন????????? জবাব দেন???????????
আমার গেছে হাত, যে হাতে হতো সেলাই...
এখন তা দিয়ে যে এখন ভিক্ষা চাইবার উপায়ও নাই!!
তারিখঃ ২৬-০৪-২০১৩
ভারী হয়ে উঠে তা লাশের গন্ধে।
আকুতি জানায় অর্ধমৃত প্রাণগুলি......
দিগন্ত জুড়ে স্বজনের আহাজারি।
কি বীভৎস!!!!!! কি নিসংস!!!! কতইনা নির্মম।
লাশের স্তূপ পড়েছে, জীবিতের ঘুম কেড়েছে।
মহাজন হাসছে বসে দাত কেলিয়ে, করছে ফন্দী পা দুলিয়ে।
আক্রোশে আজ ফুঁসে উঠেছে স্বজন হারা ভাই-বোন,
আত্মা আজ অস্থির সেতো, করছে শুধুই আস্ফালন।
ঠিক-বেঠিকের হিসাব বুঝিনা......
আমার ভাইয়েরে ফিরাইয়া দেন.........,
ভাত কাপড়ের অভাবে চাকরীতে আইসসা...
মরব কেন????????? জবাব দেন???????????
আমার গেছে হাত, যে হাতে হতো সেলাই...
এখন তা দিয়ে যে এখন ভিক্ষা চাইবার উপায়ও নাই!!
তারিখঃ ২৬-০৪-২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন