বৃষ্টি পড়ে টিনের চালে,
কাক ভেজা গাছের ডালে,
দেখতে লাগছে বেশ!
টিন গড়িয়ে বৃষ্টি পড়ে,
গাছ গড়িয়ে বৃষ্টি পড়ে,
দেখতে লাগছে বেশ!
শীতের সকাল মিষ্টি বলে,
মায়ের কোলে শিশু দোলে,
দেখতে লাগছে বেশ!
চৈত্র মাসে দুপুর বেলা,
খেলছে সবাই পুতুল খেলা,
দেখতে লাগছে বেশ!
জ্যৈষ্ঠ মাসের পাকা আম,
খাচ্ছে সবাই বিষণ সদাম,
দেখতে লাগছে বেশ!
তারিখঃ ২০০৩
কাক ভেজা গাছের ডালে,
দেখতে লাগছে বেশ!
টিন গড়িয়ে বৃষ্টি পড়ে,
গাছ গড়িয়ে বৃষ্টি পড়ে,
দেখতে লাগছে বেশ!
শীতের সকাল মিষ্টি বলে,
মায়ের কোলে শিশু দোলে,
দেখতে লাগছে বেশ!
চৈত্র মাসে দুপুর বেলা,
খেলছে সবাই পুতুল খেলা,
দেখতে লাগছে বেশ!
জ্যৈষ্ঠ মাসের পাকা আম,
খাচ্ছে সবাই বিষণ সদাম,
দেখতে লাগছে বেশ!
তারিখঃ ২০০৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন