মনোরে......তুই হারাইসনা কোন মায়ার বাঁধনে............।
হারালে যে তুই মজে যাবি এই জগত সংসারে...............।
মায়ার বাঁধনে হারিয়ে শেষে ভুলে যাবি তোর আপন কাজেরে............।
যার কারনে রাখলি পা তুই এই দুনিয়ায়..............................
তারে তুই ভুলিয়ে দিলি কোন সে আজব মায়ায়??????????????
লোভ-লালসার করলি পূজা, পূজা করলি ছলনার?
আপনারই জগত সাজালি মিথ্যে, মেকী আর কল্পনার.........।
মাটির টানে যাইতে হবে উপরয়ালার ইশারায়,
পরকালের হিসাব তুমি করলা কোন বেলায়?
মায়ার ফেরে পইরা তুমি সর্গ করলা ইহকাল...............।
মিথ্যা মোহের আকর্ষণে ভুইল্লা গেলা পরকাল।।
তারিখঃ ০৬-০৯-২০০৬
হারালে যে তুই মজে যাবি এই জগত সংসারে...............।
মায়ার বাঁধনে হারিয়ে শেষে ভুলে যাবি তোর আপন কাজেরে............।
যার কারনে রাখলি পা তুই এই দুনিয়ায়..............................
তারে তুই ভুলিয়ে দিলি কোন সে আজব মায়ায়??????????????
লোভ-লালসার করলি পূজা, পূজা করলি ছলনার?
আপনারই জগত সাজালি মিথ্যে, মেকী আর কল্পনার.........।
মাটির টানে যাইতে হবে উপরয়ালার ইশারায়,
পরকালের হিসাব তুমি করলা কোন বেলায়?
মায়ার ফেরে পইরা তুমি সর্গ করলা ইহকাল...............।
মিথ্যা মোহের আকর্ষণে ভুইল্লা গেলা পরকাল।।
তারিখঃ ০৬-০৯-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন