পুতুল তো নই আমি কাঁদে আমারও মন,
হাঁট-বাজারে নাচার পরও পেলাম না তর মন.....ঃ(
কোন পাথরে সৃষ্টিরে তুই, গড়া তোর ওই মন?
হাজার স্রোতের হৃদয় লোচন করে টলমল.........।
কতো আশায় বুক বাধিলাম, রঙ্গিন করিয়া মন।
স্বপ্ন আজো সঙ্গি হারা উদাস সারাক্ষণ...............।
পাথররুপি মনো যে গলবে একদিন, আমায় যখন হারাবি।
মিথ্যে মায়ার দেয়াল তুলে কতইবা নিজেকে আর সাজাবি?
তারিখঃ ১২-০৮-২০০৬
হাঁট-বাজারে নাচার পরও পেলাম না তর মন.....ঃ(
কোন পাথরে সৃষ্টিরে তুই, গড়া তোর ওই মন?
হাজার স্রোতের হৃদয় লোচন করে টলমল.........।
কতো আশায় বুক বাধিলাম, রঙ্গিন করিয়া মন।
স্বপ্ন আজো সঙ্গি হারা উদাস সারাক্ষণ...............।
পাথররুপি মনো যে গলবে একদিন, আমায় যখন হারাবি।
মিথ্যে মায়ার দেয়াল তুলে কতইবা নিজেকে আর সাজাবি?
তারিখঃ ১২-০৮-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন