মনরে তুই কেন এত ভাবিস?
দরজার আড়ালে রইয়া শুধু কান্দিস।
চুপিসারে এসেছিলে মনের গহীন বনে,
নিঃস্ব করে চলে গেলে ভাসিয়ে চোখের জলে।
কতইনা কইতা প্রেমের কথা আমার বুকেতে রাখিয়া মাথা।
সব কিছুরে তুচ্ছ কর...আমি পাশে থাকি যদি আমি পাশে থাকি............।
পায়ের তলায় পিষিয়া হৃদয় গেলা আমায় ছাড়ি,
মনের দুঃখে ছাড়লাম আমি আপন ঘর আর বাড়ি।।
তারিখঃ ১১-০৭-২০০৬
দরজার আড়ালে রইয়া শুধু কান্দিস।
চুপিসারে এসেছিলে মনের গহীন বনে,
নিঃস্ব করে চলে গেলে ভাসিয়ে চোখের জলে।
কতইনা কইতা প্রেমের কথা আমার বুকেতে রাখিয়া মাথা।
সব কিছুরে তুচ্ছ কর...আমি পাশে থাকি যদি আমি পাশে থাকি............।
পায়ের তলায় পিষিয়া হৃদয় গেলা আমায় ছাড়ি,
মনের দুঃখে ছাড়লাম আমি আপন ঘর আর বাড়ি।।
তারিখঃ ১১-০৭-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন