ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
লেগেছে সুরের মাতম!
উদ্দাম অনাসৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
হয়েছে পাগল মনরে আমার!
স্থির লোচনের দৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
ভাবুক হৃদয়ের সাহিত্য রচনা!
বরষার প্রথম বৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
ব্যাকুল সে যে ভেজা মাটির গ্রানে!
আহা! যে কি তৃপ্তি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
প্রকাশিত হয় শুভ্র প্রকৃতি!
শ্যামলাভাব সৃষ্টি।
অকৃতীমতার স্নেহের পরশ......
বরষার প্রথম বৃষ্টি।।
তারিখঃ ০৮-০৭-২০০৬
লেগেছে সুরের মাতম!
উদ্দাম অনাসৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
হয়েছে পাগল মনরে আমার!
স্থির লোচনের দৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
ভাবুক হৃদয়ের সাহিত্য রচনা!
বরষার প্রথম বৃষ্টি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
ব্যাকুল সে যে ভেজা মাটির গ্রানে!
আহা! যে কি তৃপ্তি।
ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,
প্রকাশিত হয় শুভ্র প্রকৃতি!
শ্যামলাভাব সৃষ্টি।
অকৃতীমতার স্নেহের পরশ......
বরষার প্রথম বৃষ্টি।।
তারিখঃ ০৮-০৭-২০০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন