সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অব্যেক্ত কথন

শ্রাবনের ঘন মেঘ ছুটেছিল সন্ধ্যায়, তুমি আমি চোখাচোখি সেদিনের সেই একচিলতে বারান্দায়। বুঝতেনা কিছুই তুমি আমাকে ছাড়া। সেই তুমিই আজ অন্যের জালে দিয়েছ ধরা। চৈত্রের তাপদাহে জ্বালিয়ে আমায়, বর্ষার পরশে আজ মেতেছ দুজনায়। বলেছিলে তুমি হারাবেনা এ জীবন থেকে,                         রবে সূর্যের মত!  মনের গভীরে রাতের আধারে খুজেছি তোমায়                              কতো হাজার-শত! কালবৈশাখীর তাণ্ডবে আজ জীবন লণ্ডভণ্ড! ফাগুনেরই উষ্ণতায় ভরা তোমার জীবন                               ফুলে পরিপূর্ণ!  কৃষ্ণচূড়ায় কোকিল ডাকে মিহি সুরে, উতলা তোমার মন। চিত্ত আমার ব্যাথায় কাতর, ঝর্নার মত সে ঝরছে সারাক্ষণ!! তারিখঃ ১৭-০৭-২০০৬

প্রথম বৃষ্টি

ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,                         লেগেছে সুরের মাতম!            উদ্দাম অনাসৃষ্টি।  ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,                          হয়েছে পাগল মনরে আমার!            স্থির লোচনের দৃষ্টি। ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,                         ভাবুক হৃদয়ের সাহিত্য রচনা!            বরষার প্রথম বৃষ্টি। ছুয়েছে আমায় বরষার প্রথম বৃষ্টি,                     ...

পঞ্চম গান

মনোরে......তুই হারাইসনা কোন মায়ার বাঁধনে............। হারালে যে তুই মজে যাবি এই জগত সংসারে...............। মায়ার বাঁধনে হারিয়ে শেষে ভুলে যাবি তোর আপন কাজেরে............। যার কারনে রাখলি পা তুই এই দুনিয়ায়.............................. তারে তুই ভুলিয়ে দিলি কোন সে আজব মায়ায়?????????????? লোভ-লালসার করলি পূজা, পূজা করলি ছলনার? আপনারই জগত সাজালি মিথ্যে, মেকী আর কল্পনার.........। মাটির টানে যাইতে হবে উপরয়ালার ইশারায়, পরকালের  হিসাব তুমি করলা কোন বেলায়? মায়ার ফেরে পইরা তুমি সর্গ করলা ইহকাল...............। মিথ্যা মোহের আকর্ষণে ভুইল্লা গেলা পরকাল।। তারিখঃ ০৬-০৯-২০০৬

চতুর্থ গান

জোছনাস্নাত এই মায়াবি রাতে, তারার বেনারসি গায়ে জড়িয়ে তোরে নিয়ে জাব আমার আপন ঘরে। তারপর দুজন মিলে এই রুপালী রাতে, হারিয়ে জাব কোন সুখসর্গে । ভালবাসার গান ছড়িয়ে দিয়ে নির্ঘুম কাটাবো মিলে দুজনে। স্নিগ্ধতারি পরশ মেখে রাঙ্গিয়ে দিবো ফিকে জগতাকে...... তারিখঃ ০৩-০৯-২০০৬

তৃতীয় গান

পুতুল তো নই আমি কাঁদে আমারও মন, হাঁট-বাজারে নাচার পরও পেলাম না তর মন.....ঃ( কোন পাথরে সৃষ্টিরে তুই, গড়া তোর ওই মন? হাজার স্রোতের হৃদয় লোচন করে টলমল.........। কতো আশায় বুক বাধিলাম, রঙ্গিন করিয়া মন। স্বপ্ন আজো সঙ্গি হারা উদাস সারাক্ষণ...............। পাথররুপি মনো যে গলবে একদিন, আমায় যখন হারাবি। মিথ্যে মায়ার দেয়াল তুলে কতইবা নিজেকে আর সাজাবি? তারিখঃ ১২-০৮-২০০৬

দ্বিতীয় গান

চাঁদের আলোর সাথে মিতালী তোমার এসেছ জোছনায়...............। সূর্যের স্পর্শ লাগেনি গায়ে ওগো নিরুপমা......... সন্ধ্যা তারা হাসে মিটি-মিটি, ঝি-ঝি পোকারাও বুঝি দিল উঁকি... তোমায় পেয়ে ধন্য হল যেন এই প্রকৃতি। শ্রাবন ধারার সাথে মিতালী তোমার এসেছ বরষায়..................। চুপটি করে কেন আছো তুমি ওগো নিরুপমা............ কৃষ্ণচূড়ার আজ হল একি? রাধাচূড়ার মনে সে যে দেয় উঁকি... তোমায় পেয়ে ধন্য হল যেন এই প্রকৃতি। তারিখঃ ১৮-০৭-২০০৬

প্রথম গান

মনরে তুই কেন এত ভাবিস? দরজার আড়ালে রইয়া শুধু কান্দিস। চুপিসারে এসেছিলে মনের গহীন বনে, নিঃস্ব করে চলে গেলে ভাসিয়ে চোখের জলে। কতইনা কইতা প্রেমের কথা আমার বুকেতে রাখিয়া মাথা। সব কিছুরে তুচ্ছ কর...আমি পাশে থাকি যদি আমি পাশে থাকি............। পায়ের তলায় পিষিয়া হৃদয় গেলা আমায় ছাড়ি, মনের দুঃখে ছাড়লাম আমি আপন ঘর আর বাড়ি।। তারিখঃ ১১-০৭-২০০৬

মানবিক

হয়েছি মোরা এক একাত্মা, রেখেছি হাতে হাত, দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। চেষ্টা রবে আজীবন কল্যাণে মানবতার, হোক না সে পথ বন্ধুর, ভারী আর নষ্ট যান্ত্রিকতার। হা-হুতাশ করি আমরা যখন আই- ফোনের জন্নে, বঞ্ছিতরা করে হা-হুতাশ শুধু পেট পুরে খাবার জন্নে। :( হাকিয়ে চলি নতুন গাড়ি মস্ত বড় রাস্তায়, আর ওরা অর্ধাহারে জীর্ণ শরীরে বসে রয় অন্ন চিন্তায়। ছিন্ন বস্র নোংরা শরীরে এঁটে রয় ঘামে ভিজে, নিত্য নতুন পারফিউমে আমার বসন সাঁজে  । উপলব্ধিতে বোধদয় হয় চিন্তায় ঘুমহারা এত কষ্টেও বাঁচতে পারে অসহায় দুস্থরা? তাইতো আমরা হয়েছি একাত্মা, রেখেছি হাতে হাত দেখি না আমরা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। // তারিখঃ ০৫-০৭-২০১৩