শ্রাবনের ঘন মেঘ ছুটেছিল সন্ধ্যায়, তুমি আমি চোখাচোখি সেদিনের সেই একচিলতে বারান্দায়। বুঝতেনা কিছুই তুমি আমাকে ছাড়া। সেই তুমিই আজ অন্যের জালে দিয়েছ ধরা। চৈত্রের তাপদাহে জ্বালিয়ে আমায়, বর্ষার পরশে আজ মেতেছ দুজনায়। বলেছিলে তুমি হারাবেনা এ জীবন থেকে, রবে সূর্যের মত! মনের গভীরে রাতের আধারে খুজেছি তোমায় কতো হাজার-শত! কালবৈশাখীর তাণ্ডবে আজ জীবন লণ্ডভণ্ড! ফাগুনেরই উষ্ণতায় ভরা তোমার জীবন ফুলে পরিপূর্ণ! কৃষ্ণচূড়ায় কোকিল ডাকে মিহি সুরে, উতলা তোমার মন। চিত্ত আমার ব্যাথায় কাতর, ঝর্নার মত সে ঝরছে সারাক্ষণ!! তারিখঃ ১৭-০৭-২০০৬
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/