আমি একটা চারা রোপণ করেছি মাটিতে নয় টাকায়। আর আমি তাতে পানি বদলে দেই পয়সা, সারের বদলে দেই কিছু তোষামোদের কম্পোষ্ট আর এভাবেই দেখতে দেখতে চারাগাছটি বড় হতে হতে মহীরুহ আকার ধারণ কোরলো এবং কিছুদিন পর এমন গাছেদের পরিমাণ বাড়তে বাড়তে আস্ত একটা জঙ্গলে পরিনত হোল। আমরা আবার বেশ পরিবেশ সচেতন কিনা। তাই এমন বৃক্ষ রোপণেই আমাদের মনোযোগ বেশী। ২৫/১১/২০১৭ইং
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/