জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের আবেদন রাখতে গিয়ে পৃথিবীটা দেশ নামক কাঁটাতারে বিভক্ত।
তবুও, সময়ে সময়ে উন্মোচিত হয় নিষ্পেষিতের হাহাকার।
কেন?
শান্তি, ঐক্য, সৌহার্দ্য ও ভালবাসার বাড়তি বৈ কমতি নেই এখানে।
কিন্তু, বৃহৎ মঞ্চে রাজনৈতিক নাটিকার কুশীলবরা থাকে নির্লিপ্ত, নির্লজ্জ আর অট্টহাসিতে লুটিয়ে পড়ে আড়ালে।
কেন?
আমজনতা এই "কেন" এর উত্তর খুঁজতে খুঁজতে কালের বিভৎসতা পেছনে ফেলে স্বজনের লাশ মাড়িয়ে হয় দেশান্তরী।
১৫/০৯/২০১৭
তবুও, সময়ে সময়ে উন্মোচিত হয় নিষ্পেষিতের হাহাকার।
কেন?
শান্তি, ঐক্য, সৌহার্দ্য ও ভালবাসার বাড়তি বৈ কমতি নেই এখানে।
কিন্তু, বৃহৎ মঞ্চে রাজনৈতিক নাটিকার কুশীলবরা থাকে নির্লিপ্ত, নির্লজ্জ আর অট্টহাসিতে লুটিয়ে পড়ে আড়ালে।
কেন?
আমজনতা এই "কেন" এর উত্তর খুঁজতে খুঁজতে কালের বিভৎসতা পেছনে ফেলে স্বজনের লাশ মাড়িয়ে হয় দেশান্তরী।
১৫/০৯/২০১৭

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন