মৃত শহরে মৃত্যুই যেন উৎসব, ভূরিভোজ যেখানে একমাত্র উপলক্ষ্য। আর রঙ মাখানো সঙ সেজে চলে শোকের আদিখ্যেতা।
আত্নতত্ত্বের বিবেকবর্জিত অবস্থান ব্যস্ত শহরে আর তাতেই কেমন যেন উলঙ্গ আর বিশ্রী দেখাচ্ছে অনাবিল সুন্দর এমন অবিরাম বর্ষণে।
এ শহরে সভ্যতা করছে আর্তনাদ আধুনিকতা বিশ্বাসী মনুষ্য তান্ডবে।
সভ্যতার শিখড়ে চড়ে শুধু জেনেছে মানুষ আত্মতুষ্টীই সব।
সু-বোধ তুমি সভ্যতার অহংকার হতে পারতে
কিন্তু মানুষ তোমাকে বন্দি বানিয়ে খুজছে মিথ্যে মুক্তি।
চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন