সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হাইপ

পার্বত্য অঞ্চলের টানাপোড়ন রাজনৈতিক হাইপ মাত্র, সেখানে মানবিক বিপর্যয় তো মিডিয়ার সৃষ্টি। কর্পোরেট রেসপন্সিবিলিটি? উনাদের শুধু মুনাফার সর্বোচ্চ চূড়াতেই আস্থা, পাহাড়ের চূড়াতে নাকি ভীষণ ভয়। আর আমরা যারা শহুরে সরীসৃপ তাদের পৃথিবী নিত্যপণ্যের বাজারদর টাঙ্গানো দেয়ালেই সীমাবদ্ধ।

বাবুল-আবুল

বাবুল করসে চাষ আবুল দিসে খাই। বাবুল মরে হতাশায় আবুল বগল বাজায়। বাবুল খায় ভাতের ফেন আবুল চিকেন চাবায়। বাবুলের হাতে হ্যারিকেন ধরিয়ে আবুল আলো সাজায়। বাবুলের কাপড় ছেঁড়া আবুল পরে ভিনদেশী। বাবুলের গায়ে গন্ধ পেয়ে আবুল মাখে সুগন্ধি। বাবুলরা বাঁচে সংগ্রামে আর আবুলরা খায় লিকার। বাবুলের পথ বন্ধুর হলেও আবুলের নেই বিকার। ১৯ই জ্যৈষ্ঠ ১৪২৪

ভরসা রাখুন বৃষ্টিতে

ঐতো দেখা যায় মেঘ হবে কি বৃষ্টি অনেক? ভরসা রাখুন বৃষ্টিতে অথবা নব সৃষ্টিতে মূর্খরা গলা ফাটিয়ে অন্ধকারের গান শোনাক। মরীচিকা দেখি রোদ্দুরে সম্মুখে বিশাল সমুদ্দুর অস্তগত বিবেক নিয়ে রাষ্ট্র ঘুমিয়ে থাক।  ছাপোষা চাকরী নিয়ে কেরানি খোঁজে চাঁদ কলম হাতে নিলেই হাসে বিদ্যুত-বিভ্রাট।

অনুকবিতা

১/বড্ড বাড় বেড়েছে বন্য চাঁদের, ফাগুনছোয়া বাতাসগুলোও গান বেধেছে চঞ্চলা তিমিরের! ২/পরজীবীর হা-হুতাশ আদিখ্যেতা তুলে নাভিশ্বাস মূর্খতার ইতিহাস। ৩/সময়ের সমবর্তনে পরিবর্তন থাকে পদক তালিকায় কর্মেরা ফেটে পড়ে উল্লাসে আর মিথ্যেরা পেছনে বসে মাথা চাপকায়। ৪/আজ দিনটি হয়ে উঠতে পারে অনন্য অথবা হয়ে রবে নিতান্ত আটপৌরে। অভূতপূর্ব একটা দিনের অপেক্ষায় প্রহর গুনছে প্রহেলিকা। ৫/তেজ নিয়ে জেগেছে ভোর আড়মোড়া দিয়ে সরছে কুয়াশার চাদর উদ্দীপ্ত আহবানে চঞ্চলা শহর। ৬/আমি পৌড়া প্রাগৈতিহাস, আমাকে বাঁচাতে কর সবুজের আরাধনা! ৭/বিচলিত ক্ষণের ঝড়া পাতারা পড়ে রইল অযত্নে আর কিছু নাম না জানা পাখি উড়ে চলে গেলো বসন্তের গান গাইতে গাইতে। ৮/চাঁদ-সূরুজ তার নিজের অক্ষ বদলায়না জানি কিন্তু মানুষ তার অক্ষ বদলাচ্ছে, বদলাতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত অথচ জ্যোতিষ শাস্ত্র বলে মানুষের জীবনে নাকি গ্রহাণুপুঞ্জের প্রভাব রয়েছে। ৯/বিক্রিত আর বিকৃত এর মাঝে ফারাক খুজছি! ১০/প্রাগৈতিহাসিক পলেস্তারা খসে পড়েছে ভেবে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম উত্তরাধুনিক সুর্বণ চরাচরে। কংক্রিটের খাবিখাওয়া দেখে মূরছা গেলে জল ছিটিয়ে জাগিয়ে সাহস যোগাত...

পীড়া

'পীড়া' অ্যাই মিন ব্যাধি! শরীরে ব্যাধি পোষার একরকম মজা আছে বৈকি, আর তা যদি হয় ছোঁয়াচে তাহলে তো কথাই নাই। প্রশ্রয়ে প্রথমে আলিঙ্গন করবে শরীর, শরীর থেকে মনে ও মননে, তারপর সংসার, স...

মেঘ খাই মেঘ ধরি মেঘের সমুদ্রে গোসল করি।

বেশ কিছুদিন হলো দূরে কোথাও যাওয়া হয় না আর সময়ও পাওয়া যায় না তেমন। তাই বন্ধুরা মিলে ঠিক করলাম এবার ঈদের ছুটিতে দূরে কোথাও যাবো সেই অনুযায়ী প্লান প্রোগ্রাম শুরু হয়ে গেলো। আ...

জীবাশ্ম

তারা        দুঃখ, জরা ও ক্লান্তি নিয়ে        রাখছে সচল যাবতীয় জীবনের। তারপর       পৌঢ় সামাজিক হিংস্র বাতুলতায়        করছে নিজস্বতার সবিনয়ে বিসর্জন। তবুও        অজস্র পদে...