'পীড়া' অ্যাই মিন ব্যাধি!
শরীরে ব্যাধি পোষার একরকম মজা আছে বৈকি,
আর তা যদি হয় ছোঁয়াচে তাহলে তো কথাই নাই।
প্রশ্রয়ে প্রথমে আলিঙ্গন করবে শরীর, শরীর থেকে মনে ও মননে,
তারপর সংসার, সমাজ,
সমাজ থেকে দেশে, আস্তে আস্তে পীড়ার বেদনার্ত চিৎকার শুনবে সমগ্র ব্রহ্মাণ্ড
আমরা নিজের অজান্তেই পীড়া পুষে চলছি প্রতিনিয়ত।
২৩শে কার্ত্তিক ১৪২৩
ছবি: Van Gagh Museum
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন