সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সকাল

হিমপ্রবাহ বাতাস জুড়ে ঘোলা চোখ কচলাতে কচলাতে সকাল দরজা খুলে। ভোরের আগমনের অপেক্ষা না করে শুরু করে তার প্রাত্যহিক কর্মযজ্ঞ। এই যেমন, লাকড়ির চুলার কয়লা দিয়ে দাঁত মেজে কুয়...

আজ বৃষ্টি আসবেই!

আজ বৃষ্টি আসবে! লাখো মানুষের হৃদয় নিঙড়ানো আকুতি শুনে অবশ্যই বৃষ্টি আসবে। তাপদাহের তীব্রতায় হাঁসফাঁস করা কচি প্রানের প্রার্থনা বৃষ্টি তোমাকে আসতেই হবে। বৃষ্টি তুমি এসো কাল বৈশাখী রুপে প্রখর উষ্ণতা প্রশমনে। ঝড়ের বেগে হু হু করা পূবালী বাতাস হয়ে এসো প্রশান্তির আলিঙ্গনে! ১৭-০৪-২০১৫

বেঁচে থাকাটা মুখ্য

বেঁচে থাকাটা মুখ্য মেনেছি কাজকে করেছি ধর্ম ভালবাসার রঙ ফিকে আমার কাছে আর প্রেম সেতো পুরোই নীল বর্ণ। বারিদ কান্তার ০৭-০৫-২০১৫

শহরটা বেসামাল

অনিয়মের উৎসব শহরজুড়ে নিয়মেরা ঝিমায় মাতাল হয়ে ঝাপসা আলোয় শহরটা দেখো কেমন বেসামাল। বেলি ফুলের গ্রানে আকুল নিয়ন আলোয় ধরণি চঞ্চল নিঃস্ব হতে হতে আবাধ্য রজনী আবেগে বেসামাল। বারিদ কান্তার ০৮-০৫-২০১৫

জীবন চিন্তন

পাঁজি মন ব্যাস্ত সারাক্ষন অকর্ম সাধনায়  হতাশার জাল আপন মনে জীবনকে নিংড়ায়। শতজীবন নিঃস্ব হল খুঁজতে তারই ঠিকানা মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষ ভজলেনা। বৃথা তোমার মানব জনম বৃথা কর্মবেশ মেকি দুনিয়ার আরাধনায় জীবন করলে নিঃশেষ। বারিদ কান্তার ২২-০৫-২০১৫

ফসল

সংকল্প হতে হবে তেজদীপ্ত পরিশ্রমও হওয়া চাই কঠোর শ্রম-সংকল্পের মধুর মিলনেই সমৃদ্ধ হবে সৌভাগ্যের জঠর।। বারিদ কান্তার ২৭-০৩-২০১৫

উদযাপন

আবেগের পারদ যখন হিমালয় চুড়ায় আকাঙ্ক্ষিত স্বপ্নগুলো ডানা মেলতে চায়। এক পা, দু পা করে যখন সিন্দুর সীমানায় বিচলিত মুহূর্তের বাষ্প বিস্ফোরিত হতে চায়। বিজয়ের ডিঙ্গি নৌকা ভেড়াবে যখন উচ্ছ্বাসো মোহনায় শহর, নগর ও বন্দর সাজবে তখন উত্তপ্ত উন্মাদনায়। ১৮-০৩-২০১৫