অনিয়মের উৎসব শহরজুড়ে
নিয়মেরা ঝিমায় মাতাল হয়ে
ঝাপসা আলোয় শহরটা দেখো
কেমন বেসামাল।
নিয়মেরা ঝিমায় মাতাল হয়ে
ঝাপসা আলোয় শহরটা দেখো
কেমন বেসামাল।
বেলি ফুলের গ্রানে আকুল
নিয়ন আলোয় ধরণি চঞ্চল
নিঃস্ব হতে হতে আবাধ্য রজনী
আবেগে বেসামাল।
বারিদ কান্তার
০৮-০৫-২০১৫
নিয়ন আলোয় ধরণি চঞ্চল
নিঃস্ব হতে হতে আবাধ্য রজনী
আবেগে বেসামাল।
বারিদ কান্তার
০৮-০৫-২০১৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন