সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বোঝাপড়া

ঝড়ের বেগ বেড়েই চলেছে
স্পিত হয়ে আসছে জীবনের মানে।
খরতাপ, রৌদ্র উপেক্ষা করেও একসময়
প্রচণ্ড বেগে এগিয়ে চলতে ভালবাসতাম।
আর এখন সামান্য বাতাসেই নেতিয়ে পড়া
লতা-পাতাদের মতো অবস্থা।
ডাল-পালারাও সঙ্গ ছেড়েছে সেই কবেই।
পাখি-কিংবা ছোট কীট সেও বুঝে গেছে
আমার আবেদন কতটুকু।
তকদিরের সাথে বোঝাপড়ার দিন
বোধয় চলেই এসেছে।
আগন্তকের মতো আচরন পেয়েছি
সবার কাছ থেকে।
বিব্রত হচ্ছি যত্রতত্র আর বয়ে চলছি
ক্ষুরাধার তীক্ষ্ণ কথার বান নিয়ে।
বিবেকের সাথে যুদ্ধ করেও বুঝি
আর পার পাওয়া গেলো না।

©বারিদ কান্তার
১৯-০৯-২০১৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে

চাঁদ নাকি হয়েছে পবিত্র দেখে তোর মুখ আর কলংক নাকি খুঁজে আতেল কবি রাত্রিতে নিশ্চুপ। আস্তিকতার ভুল বিশ্বাসে তুই যে কোটি হৃদয়ে তুই ছাড়া যে জাতি অচল কেন যাবি তুই অসময়ে। মূর্খ জ্ঞানীর পকেট ভারী তুই সাধু তাই প্রমানে আজব বাঙ্গালীর অদ্ভুত খেয়াল সেজদা ঠুকিবে তুই মরিলে। বারিদ কান্তার ১৮-০৯-২০১৪

আমাদের শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে একটু চিন্তা করুন।

দেশের রাজনীতিবিদদের কাছে একটা অনুরোধ আপনারা আলাপ আলোচনা করে যত সমস্যা আছে তা সমাধান করুন দয়া করে। আপনারা আমাদেরকে আর অনিশ্চয়তার দিকে নিক্ষেপ করবেন না। আমরা প্রতি ৫ বছর অন্তর অন্তর কেন এই অনিশ্চয়তার মুখে পরবো? স্বাধীনতার ৪০ বছর পরও কেন আমাদের একটি অনিশ্চয়তায় রাতের ঘুম হারাম হবে? একটু করে শুধু সাধারন জনগনের কথা চিন্তা করুন। আমারা চিন্তিত নির্বাচনকালীন, নির্বাচন পূর্ব ও পরে কি হবে তা অনুমান করে। আমাদের এই শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে চিন্তা করুন......প্লিজ......

বৃষ্টিময় রজনী

বৃষ্টিময় রজনী তুমি এলে সজনী নিয়ে এলে শুভ্রতা কল্যানে ধরণি চলে গেলে অসময়ে মনো ব্যাথা বুঝনি। বৃষ্টিময় রজনী। তারিখঃ ০৪-০৯-২০১৩