সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শহর

মৃত শহরে মৃত্যুই যেন উৎসব, ভূরিভোজ যেখানে একমাত্র উপলক্ষ্য। আর রঙ মাখানো সঙ সেজে চলে শোকের আদিখ্যেতা। আত্নতত্ত্বের বিবেকবর্জিত অবস্থান ব্যস্ত শহরে আর তাতেই কেমন যেন উ...

শহুরে বৃষ্টি

শহুরে বৃষ্টি! ইট পাথরে গড়া মনের দেয়ালে তেমন প্রভাব ফেলেনা। বৃষ্টির ঝিরিঝিরি মিষ্টি সুরেলা ছন্দও শহুরে মনকে করে না আদ্র। হয়তোবা মনের ভুলে হাত বাড়িয়ে দু-এক ফোঁটা বৃষ্টিছটার নেয়া হয় স্পর্শ। আর নয়তোবা চিড়িয়াখানার জন্তুর মতো চারদেয়ালে বন্ধি সারাটা দিন। কর্মব্যাস্ত জীবন যখন অস্থির খোরাক যোগাতে মনন এর সত্তাকে বিসর্জন দিয়ে, বর্ষার কদম ফুল আর স্নাত জোছনার মায়াবী রাত তখন উপহাসের হাসি হেসে পাশ কেটে যায় দূরে। নিয়তির ঘোরটেপে পরে সংসার যাঁতাকল দ্বারা পিষ্ট হতে থাকা জীবন প্রবাহের স্রোত প্রকৃতির কাছেও বিবস্র ঠেকে আর তাই দেখে করে বিদ্রুপের অট্টহাসি। আর শহুরে বৃষ্টি! সেও মুখোশধারী হিতৈষীদের ন্যায় মেজাজ বদলায় ক্ষণে ক্ষণে আপন মনে। ১৬-০৬-২০১৫