সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজপথে হঠাৎ দেখা পথসুন্দরী

তোমার নেশা ধরা ডাগর চোখের প্রেমে পড়ি সকাল, দুপুর, সান্ধ্য। দীঘল চুলের আলতো পরশে আমার মায়াবী ধরণীটা ক্ষণিকেই যেন অন্ধ। প্রেমে পড়েছি তোমার হেঁটে চলায় ইচ্ছে করে পিছু নেই, অদম্য সাহসে আটকিয়ে পথ জিজ্ঞেস করি নামটি কি? প্রেমে পড়েছি তোমার চপল কথার ঢঙে ভাবনায় আছো সমস্ত দিবা-রাত্রি। আর কি কখনো পাবো দেখা রাজপথে হঠাৎ দেখা ওহে পথসুন্দরী!!! ২৮-১১-২০১৪

পরিবর্তিত নিয়তির রেখা এঁকেছেন কোন নিষ্ঠুর বিধাতাই

থমকে গেছি আমি, নিশ্চুপ হয়ে গেছো তুমি আমাকে কাছে পেলে কেন করোনা আগের মতো পাগলামি? থমকে গেছি আমি, বেশ বদলেও গেছো তুমি জীবনের ঘানী কাঁধে চাপায় ভুলেছি সব মনগড়া আতলামি। পরিবর্তন এসেছে আচরণে, পরিবর্তিত রুপ দেখি তোমারও ইচ্ছেগুলোর অকাল প্রয়ানে মাঝে মাঝে দীর্ঘশ্বাস মিলায় অন্তরেও। নিয়তির নিয়ম পরিবর্তনে, মনুষ্য মাঝেও আছে তাই তোমার আমার নিয়তির রেখা এঁকেছেন কোন নিষ্ঠুর বিধাতাই। ২৮-১১-২০১৪

বড্ড ভয় করে মাগো

ভয় হয় মাগো বড্ড ভয় করে তুই চলে গেলে একা থাকবো কি করে? বল কার আঁচলে মুখটি মুছে আদুরে থাপ্পড় খাবো? দুষ্টমী ভরা আবদারগুলো নিয়ে কার সামনে দাঁড়াবো? নানা অজুহাতে নিশি ভোর করে আসতাম যখন ঘরে আচ্ছা করে কান মলে দিয়েছিস শুধু, ভুলেই ব্যাস্ত হয়ে পড়তি পরক্ষনে। সামান্য অসুখেই চিন্তায় অস্থির মুখে তুলে দিয়েছিস খাবার বাহিরে গেলেও ঘণ্টায়, ঘণ্টায় খবর নিয়েছিস বারবার। তাই আজ তোর অসুখে বুকে কাপুনি ধরে ভাবি তুই চলে গেলে একা থাকবো কি করে? ১৯-১১-২০১৪