অসহায় আর্তনাদ এ বুক জুড়ে, দিগন্তে আস্ফালন মরীচিকার
কালো ধোঁয়ায় ছেয়ে যায় সবুজের অরন্য হুঙ্কারে যান্ত্রিকতার।
উজাড় হবে সুন্দরী মায়া আরও হবে চিত্রা
যন্ত্রের কোলাহলে সাঙ্গ হবে নৈসর্গিক গীতিময়তা।
রয়েল বেঙ্গল টাইগার তুমি ইতিহাস হবে জেনে রেখো একদিন
হয়তো বলব আপন নাতিপুতিকে বিষাদে সংজ্ঞাহীন।
তারিখঃ ২৭-০৯-২০১৩
©বারিদ কান্তার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন