কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি,
কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি।
দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে।
কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে।
ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল।
স্বপ্ন দেখার সাধ্য নেই
বল কবে হবে রঙ্গিন সকাল?
হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে,
আমরাও যদি মুখ ফিরিয়ে নিই,
তারা তবে যাবে কার তরে?
তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত
দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত।
তারিখঃ ০১-০৯-২০১৩
১০.১০
কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি।
দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে।
কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে।
ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল।
স্বপ্ন দেখার সাধ্য নেই
বল কবে হবে রঙ্গিন সকাল?
হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে,
আমরাও যদি মুখ ফিরিয়ে নিই,
তারা তবে যাবে কার তরে?
তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত
দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত।
তারিখঃ ০১-০৯-২০১৩
১০.১০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন