অসহায় আর্তনাদ এ বুক জুড়ে, দিগন্তে আস্ফালন মরীচিকার কালো ধোঁয়ায় ছেয়ে যায় সবুজের অরন্য হুঙ্কারে যান্ত্রিকতার। উজাড় হবে সুন্দরী মায়া আরও হবে চিত্রা যন্ত্রের কোলাহলে সাঙ্গ হবে নৈসর্গিক গীতিময়তা। রয়েল বেঙ্গল টাইগার তুমি ইতিহাস হবে জেনে রেখো একদিন হয়তো বলব আপন নাতিপুতিকে বিষাদে সংজ্ঞাহীন। তারিখঃ ২৭-০৯-২০১৩ ©বারিদ কান্তার
জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই!! সাইফুল আজম কাফী (জন্মঃ ২৬ শে মার্চ, ১৯৮৬) চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ নুরূন নবী মায়ের নাম লায়লা আফরোজা। সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে স্নাতকোত্তর করে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্লগঃ http://baridkantar.blogspot.com/