সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আর্তনাদে সুন্দরী মায়া

অসহায় আর্তনাদ এ বুক জুড়ে, দিগন্তে আস্ফালন মরীচিকার কালো ধোঁয়ায় ছেয়ে যায় সবুজের অরন্য হুঙ্কারে যান্ত্রিকতার। উজাড় হবে সুন্দরী মায়া আরও হবে চিত্রা যন্ত্রের কোলাহলে সাঙ্গ হবে নৈসর্গিক গীতিময়তা। রয়েল বেঙ্গল টাইগার তুমি ইতিহাস হবে জেনে রেখো একদিন হয়তো বলব আপন নাতিপুতিকে বিষাদে সংজ্ঞাহীন।  তারিখঃ ২৭-০৯-২০১৩ ©বারিদ কান্তার

"পিয়াজের ঝাঁজ"

পিয়াজের ঝাঁজ বুঝেছি আজ। দাম নয় মন্দ, স্বাদে মোরা অন্ধ। কেজি শ ছাড়ালো, চাহিদাও বাড়িলো। টি সি বি র কর্ম বেহুদা তর্ক। ২৩-০৯-২০১৩     ©বারিদ কান্তার

আমাদের শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে একটু চিন্তা করুন।

দেশের রাজনীতিবিদদের কাছে একটা অনুরোধ আপনারা আলাপ আলোচনা করে যত সমস্যা আছে তা সমাধান করুন দয়া করে। আপনারা আমাদেরকে আর অনিশ্চয়তার দিকে নিক্ষেপ করবেন না। আমরা প্রতি ৫ বছর অন্তর অন্তর কেন এই অনিশ্চয়তার মুখে পরবো? স্বাধীনতার ৪০ বছর পরও কেন আমাদের একটি অনিশ্চয়তায় রাতের ঘুম হারাম হবে? একটু করে শুধু সাধারন জনগনের কথা চিন্তা করুন। আমারা চিন্তিত নির্বাচনকালীন, নির্বাচন পূর্ব ও পরে কি হবে তা অনুমান করে। আমাদের এই শঙ্কার জায়গাটায় আপনারা দাড়িয়ে চিন্তা করুন......প্লিজ......

বৃষ্টিময় রজনী

বৃষ্টিময় রজনী তুমি এলে সজনী নিয়ে এলে শুভ্রতা কল্যানে ধরণি চলে গেলে অসময়ে মনো ব্যাথা বুঝনি। বৃষ্টিময় রজনী। তারিখঃ ০৪-০৯-২০১৩

মানবিক-২

কতো শিশু আজ পথ হারিয়ে করে আহাজারি, কতো অসহায় ছন্নছাড়া আজ, হাতে নেই কানাকড়ি। দিন চলে তার অনাহারে আর রাত কাটে পথে ঘুরে। কখনোবা সে বিষে নীল হয় নেশারই কামড়ে। ছেঁড়া জামায় কালো শরীর যেন নর কঙ্কাল। স্বপ্ন দেখার সাধ্য নেই বল কবে হবে রঙ্গিন সকাল? হাড্ডিসার দেহ তার ঘুরে মানুষের দাঁরে দাঁরে, আমরাও যদি মুখ ফিরিয়ে নিই, তারা তবে যাবে কার তরে? তাই হয়েছি আমারা একাত্মা আর রেখেছি হাতে হাত দেখিনা আমারা কতটুকু পারি রাঙ্গাতে নতুন প্রভাত। তারিখঃ ০১-০৯-২০১৩ ১০.১০