সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্নহীন যুবরাজ

ঘুমের রাজ্যে নিশাচর আমি, স্বপ্নহীন যুবরাজ! শ্রাবন রাতে অস্থির আমি খুঁজি বন্ধনের বিশ্বাস। সুখ স্বপনের ভোর কি হবে নব প্রভাতে? আসবে কি তুমি জীবনটাকে নতুন রঙে রাঙাতে? বৃথা স্বপ্নের জাল বুনি শুধু  নিসঙ্গ এই রাত্রিতে। তোমায় আলিঙ্গনের আশ্বাস খুঁজি মাতাল ধরণীর করুনাতে! তারিখঃ ২৪-০৫-২০১৩; 

!!সময়!!

অঝোর শ্রাবনে রাত্রিময়...... ক্লান্তিহীন কিছু সময় কেটে যায় নির্ঘুম। অপেক্ষা শুধু আরাধ্য সময়ের বাকীটুকু নিশ্চুপ!! কোলাহলহীন স্তব্ধতা পেল আজ পূর্ণতা......... অঝোর শ্রাবনে কেটে গেল সময় রাত্রির অলসতায়!!!!!!!!! তারিখঃ ২৪-০৫-২০১৩/

তুচ্ছ করোনা দেশকে!

জন্মেছ যে দেশে মরবেও সে দেশে... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? পরাধীন ছিল যে দেশ, শত বিসর্জনে স্বাধীন হল সে দেশ...... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? এত কিছু আছে এ দেশে, তবুও বল কিছুই নেই এ দেশে...... তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে? সবুজ শ্যামল যে দেশ, জেনে রাখিস...একদিন মরুভুমি হবে সেদেশ তুচ্ছ যদি করি আমারা নিজেই নিজের দেশকে। ফুল ফসলে দরিদ্র যে দেশ একদিন হবে সমৃদ্ধ সে দেশ! দয়া করে তুচ্ছ করোনা তোমরা নিজেই নিজের দেশকে। তারিখঃ ২০০৩

দেখতে লাগছে বেশ

বৃষ্টি পড়ে টিনের চালে, কাক ভেজা গাছের ডালে, দেখতে লাগছে বেশ! টিন গড়িয়ে বৃষ্টি পড়ে, গাছ গড়িয়ে বৃষ্টি পড়ে, দেখতে লাগছে বেশ! শীতের সকাল মিষ্টি বলে, মায়ের কোলে শিশু দোলে, দেখতে লাগছে বেশ! চৈত্র মাসে দুপুর বেলা, খেলছে সবাই পুতুল খেলা, দেখতে লাগছে বেশ! জ্যৈষ্ঠ মাসের পাকা আম, খাচ্ছে সবাই বিষণ সদাম, দেখতে লাগছে বেশ! তারিখঃ ২০০৩